TRENDING:

OTT: ৬০০ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাচ্ছে Eros Now ওটিটি দেখার সুযোগ! এই নতুন অফারের খবর জানেন কি?

Last Updated:

BSNL গ্রাহকদের একটি প্রিপেড প্ল্যান অফার করছে, যার মাধ্যমে তাঁরা ৬০০ জিবি ডেটা এবং Eros Now-এর সুবিধা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমান সময়ে ভারতের বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। নিজেদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে পৌছাতে বিভিন্ন টেলিকম কোম্পানি লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের প্ল্যান। এখন আবার তাদের প্রধান অস্ত্র হয়ে উঠেছে ফ্রিতে ওটিটি সাবস্ক্রিপশন।
৬০০ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাচ্ছে Eros Now ওটিটি দেখার সুযোগ! এই নতুন অফারের খবর জানেন কি?
৬০০ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাচ্ছে Eros Now ওটিটি দেখার সুযোগ! এই নতুন অফারের খবর জানেন কি?
advertisement

কারণ ভারতে এখন ওটিটি প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। এই কারণে বিভিন্ন প্ল্যানের সঙ্গে বিনামূল্যে জনপ্রিয় ওটিটি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর জন্য ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL নিয়ে এসেছে এমনই একটি প্ল্যান, যেখানে ৬০০ জিবি ডেটার সঙ্গে সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে Eros Now সাবস্ক্রিপশন।

BSNL গ্রাহকদের একটি প্রিপেড প্ল্যান অফার করছে, যার মাধ্যমে তাঁরা ৬০০ জিবি ডেটা এবং Eros Now-এর সুবিধা পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।

advertisement

BSNL-এর ১৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান –

BSNL-এর ১৯৯৯ টাকার এই প্রিপেড প্ল্যানটি একটি পুরনো অফার৷ সরকারি এই টেলিকম অপারেটর BSNL দেশের সমস্ত অংশের গ্রাহকদের এই প্ল্যানটি অফার করে৷ BSNL-এর ১৯৯৯ টাকার প্ল্যানের সঙ্গে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ SMS/দিন, এবং ৬০০ জিবি ডেটার সুবিধা পাবেন৷ ৬০০ জিবি ডেটা ব্যবহার করার পরে, গ্রাহকদের জন্য গতি ৪০ Kbps-এ নেমে আসবে।

advertisement

BSNL-এর এই প্ল্যানটি গ্রাহকদের জন্য কোনও অতিরিক্ত খরচ ছাড়াই Eros Now দেখতে দেবে৷ যদিও তা শুধুমাত্র ৩০ দিনের জন্য দেওয়া হবে। এরপর গ্রাহকরা যদি Eros Now-এর প্ল্যাটফর্মে কনটেন্ট দেখা চালিয়ে যেতে চান, তাহলে সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রথম ৩০ দিনের জন্য PRBT বিকল্পটিও পেয়ে যাবেন।

আরও পড়ুন: পুজোর আগে Xiaomi-র আকর্ষণীয় সেল! ফোন থেকে ট‍্যাব, কোথায় কত ছাড়? জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এর মানে হল যে কেউ যদি এই প্ল্যানটি গ্রহণ করেন, তাহলে তিনি দীর্ঘমেয়াদী সময়ের জন্য BSNL-এর পরিষেবাগুলি পেতে সক্ষম হবেন। উল্লেখ্য যে BSNL এখনও গ্রাহকদের জন্য ৪জি পরিষেবা চালু করতে পারেনি। কিন্তু, সরকার দ্বারা পরিচালিত টেলকো সেপ্টেম্বর শেষ হওয়ার পরে এটি শুরু করার পরিকল্পনা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OTT: ৬০০ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাচ্ছে Eros Now ওটিটি দেখার সুযোগ! এই নতুন অফারের খবর জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল