TRENDING:

ভারতের সব থেকে নিরাপদ গাড়ি কোনটা জানেন? বাঁচাবে জীবন, রাস্তায় বিপদ হবে না

Last Updated:

5 safest cars in India: সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে প্রতি ১ লাখ চালকের মধ্যে ৯.৫ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গাড়ি চালকদের জন্য ভারত যেন মৃত্যু উপত্যকা। দুর্ঘটনার বহর দেখে এমনটাই মনে হয়। অন্তত পরিসংখ্যান তো তা-ই বলছে। সম্প্রতি সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে প্রতি ১ লাখ চালকের মধ্যে ৯.৫ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
advertisement

এই পরিবেশে প্রাণের নিরাপত্তা দিতে পারে, এমন গাড়ি কেনাটাই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু নিরাপদ গাড়ি কোনগুলো?

এখানে এনসিএপি বা নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামের রেটিং অনুযায়ী দেশের ৫টি নিরাপদ গাড়ির তালিকা দেওয়া হল।

প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই গ্লোবাল এনসিএপি নিরাপত্তা রেটিং দিয়েছে। এখানে ক্রম অনুসারে ৫টি গাড়ির রেটিং এবং ফিচার দেওয়া হল।

advertisement

আরও পড়ুন- ধোনির জন্য আইপিএস অফিসারের জেল! হয়েছিল ১০০ কোটি টাকার মামলা, বিরাট কাণ্ড

Tata Harrier:

গ্লোবাল এনসিএপি অ্যাডাল্ট সেফটি রেটিং অনুযায়ী Tata Harrier হল সবচেয়ে নিরাপদ ভারতীয় গাড়ি। এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ। টপ টায়ার ভ্যারিয়েন্টে ড্রাইভার নি-এয়ারব্যাগও দেওয়া হয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- ISOFIX চাইল্ড সিট মাউন্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং প্যানিক ব্রেক অ্যালার্ট। Tata Harrier-এর দাম ১৫.৪৯ লক্ষ টাকা থেকে ২৪.৪৯ লক্ষ টাকা।

advertisement

Tata Safari:

তালিকার দ্বিতীয় নিরাপদ গাড়িটি হল Tata Safari। এতে ছয়টি এয়ারব্যাগ, ইএসপি, ট্র্যাকশন কন্ট্রোল, ISOFIX চাইল্ড সিট মাউন্ট এবং হিল-হোল্ড অ্যাসিস্ট-সহ একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। এর দাম ১৬.১৯ লক্ষ থেকে ২৫.৪৯ লক্ষ টাকা।

Volkswagen Virtus:

এটাকে দেশের তৃতীয় নিরাপদ গাড়ি হিসেবে চিহ্নিত করেছে গ্লোবাল এনসিএপি। Volkswagen Virtus প্রিমিয়াম মিড-সাইজ সেগমেন্টের অন্যতম মডেল।

advertisement

এতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, পার্কের দূরত্ব নিয়ন্ত্রণ, একটি রিয়ার-ভিউ ক্যামেরা, হিল-হোল্ড অ্যাসিস্ট, ফ্রন্ট সিটবেল্ট রিমাইন্ডার, মাল্টি-কলিশন ব্রেকের মতো অত্যাধুনিক ফিচার। দাম ১১.৪৮ লক্ষ থেকে ১৯.২৯ লক্ষ টাকা।

আরও পড়ুন- রোহিত শর্মা আর নয়! মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া

Skoda Slavia:

Volkswagen Virtus-এর মতো Skoda Slavia হল প্রিমিয়াম মিড সাইজের সেডান সেগমেন্টে তৈরি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে Skoda Slavia-তে ছয়টি এয়ারব্যাগ, মাল্টি-কলিশন ব্রেকিং, এবিএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল-সহ আরও অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। দাম ১০.৮৯ লক্ষ থেকে ১৯.১২ লক্ষ টাকা।

advertisement

Skoda Kushaq:

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এতে ছয়টি এয়ারব্যাগ, রোলওভার প্রোটেকশন, হিল-হোল্ড অ্যাসিস্ট, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, ব্রেক ডিস্ক ওয়াইপিং, টিপিএমএস (টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম)-সহ আরও অনেক নিরাপত্তা ফিচার রয়েছে। দাম ১০.৮৯ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতের সব থেকে নিরাপদ গাড়ি কোনটা জানেন? বাঁচাবে জীবন, রাস্তায় বিপদ হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল