TRENDING:

দুলছে ফেসবুক!

Last Updated:

ফেসবুক যেন দুলছে ৷ অর্থাৎ ফেসবুক লগ অন করলেই সামনে আসছে একের পর এক ভিডিও ৷ যা স্থির ভিডিও নয়, মানে যেমন ভিডিও দেখে আপনি অভ্যস্থ, তেমন নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: ফেসবুক যেন দুলছে ৷ অর্থাৎ ফেসবুক লগ অন করলেই সামনে আসছে একের পর এক ভিডিও ৷ যা স্থির ভিডিও নয়, মানে যেমন ভিডিও দেখে আপনি অভ্যস্থ, তেমন নয় ৷ এই ভিডিওটিতেও রয়েছে মোশন ৷ অর্থাৎ ভিডিওটি  চলছে, সঙ্গে ভিডিওটি দুলছেও ৷ দারুণ মজার এই ফেসবুক ভিডিওটিকে বলা হচ্ছে কমিউনিটি ভিডিও ৷ যার মানে দাঁড়ায় সম্প্রদায় ভিত্তিক তৈরি ভিডিও ৷
advertisement

আরও পড়ুনএবার, অফলাইন মোডেও চুটিয়ে নেট সার্ফ করুন !

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগযোগ কয়েকগুণ বেড়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ৷ এবার এই কমিউনিটি ফিচারের সাহায্যে আরও জোরদার হোক সম্পর্কের বুনিয়াদ, চাইছে ফেসবুক ৷ তাই এই নতুন ফিচার ৷ কমিউনিটি ভিডিওর পাশেই থাকছে ওয়াচ ইয়োর্স লেখা ছোট আইকন ৷ সেটি ক্লিক করলেই তৈরি হবে আপনার ভিডিও ৷ ব্যাস, আর দেরি কেন ৷ ভিডিও বানান আর শেয়ার করুন ৷ লাইক আর কমেন্টের বন্যায় ভাসবেনই ৷

advertisement