পেটিএম অ্যাপের মাধ্যমে কলেজ ফি জমা দেওয়ার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ইনস্টল করতে হবে পেটিএম অ্যাপ। এরপর সেই অ্যাপে লগইন করতে হবে।
স্টেপ ২ - এরপর যেতে হবে 'রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট' (Recharge & Bill Payments) সেকশনে।
আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে
advertisement
স্টেপ ৩ - এরপর সেখান থেকে যেতে হবে 'আদার সার্ভিস' (Other Services) অপশনে। সেখান থেকে যেতে হবে 'এডুকেশন ফি' (Education Fees) অপশনে।
স্টেপ ৪ - এরপর নিজেদের কলেজের লোকেশন সিলেক্ট করতে হবে। এরপর নিজেদের কলেজের নাম এন্টার করতে হবে এবং কলেজের এলাকা।
স্টেপ ৫ - এরপর কলেজের গাইডলাইন অনুযায়ী সমস্ত তথ্য সেখানে এন্টার করতে হবে। সেখানে যে সকল তথ্য ও ডকুমেন্ট প্রয়োজন সব এন্টার করতে হবে। এরপর অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার জন্য 'প্রসিড' (Proceed) অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে
পেটিএম ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ফি জমা দেওয়ার উপায় -
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ব্রাউজারে গিয়ে ওপেন করতে হবে পেটিএম ওয়েবসাইট এবং সেখানে সাইন ইন করতে হবে।
স্টেপ ২ - এরপর সেখান থেকে খুলতে হবে 'রিচার্জ অ্যান্ড পে বিলস অন পেটিএম' (Recharge & Pay Bills On Paytm)। এরপর সেখান থেকে যেতে হবে 'এডুকেশন' অপশনে।
আরও পড়ুন : নাম পাল্টে মাছের ব্যবসা ও ডানলপে লিভ ইন, অবশেষে সিআইডি-র জালে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী ম্যাক্সন
স্টেপ ৩ - এরপর সিলেক্ট করতে হবে কলেজের লোকেশন, কলেজের নাম, কলেজের এরিয়া ইত্যাদি। এরপর ফিল করতে হবে কলেজের গাইডলাইন অনুযায়ী সমস্ত ডিটেল। সেখানে কলেজের এনরোলমেন্ট নম্বর, কলেজের আইডি নম্বর ইত্যাদি এন্টার করতে হবে।
স্টেপ ৪ - এরপর অনলাইনে কলেজ ফি জমা দেওয়ার জন্য 'প্রসিড' (Proceed) অপশনে ক্লিক করতে হবে।