বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে যে, শহরের নাগরিকরা যাতে উৎসবের আনন্দ নিরাপদে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তার জন্য একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমস্ত বয়সের মানুষদের নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হয়েছে মহিলাদের সুরক্ষার বিষয়টাও। আর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এক বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এই হেল্পলাইনের নম্বরটি হল ৭৪৪৯৯০০১১১। আর এই নম্বর ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ফলে কোনও প্রয়োজনে যে কোনও সময় কল করা যাবে।
advertisement
আরও পড়ুন:
এখানেই শেষ নয়, দর্শনার্থীদের সুবিধার জন্য ইতিমধ্যেই বিধাননগরে উদ্বোধন করা হয়েছে বিধাননগরের দুর্গাপুজোর গাইড ম্যাপও। এছাড়া বয়স্ক নাগরিকদের কথাও মাথায় রাখছে পুলিশ-প্রশাসন। তাঁদের জন্য সাঁঝবাতি প্রকল্প চালু করেছে বিধাননগর পুলিশ। শুধু তা-ই নয়, চালু হয়েছে সাঁঝবাতি অ্যাপও।
আরও পড়ুন: এবার পুজোর ট্রেন্ডিং শাড়ি বেগমপুরী! এখনও কেনা হয়নি? এখুনি অর্ডার করুন
কিন্তু এই অ্যাপের কাজ কী? পুলিশ জানিয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে নিকটবর্তী ওষুধের দোকান, হাসপাতাল, মুদিখানার দোকান, থানা ইত্যাদির সুবিধা পেতে পারবেন বয়স্ক নাগরিকরা। ধরা যাক, কেউ কোনও অসুবিধায় পড়েছেন। তিনি পুলিশের সাহায্য নিতে চাইছেন। সেক্ষেত্রে তিনি এই অ্যাপ ব্যবহার করেই তা পেতে পারেন।
