TRENDING:

কল্পবিজ্ঞানের পাতা থেকে বাস্তবে! দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি!

Last Updated:

Flying Car: বিজ্ঞানের নবাগত এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে৷ প্রসঙ্গত খুব দ্রুত সংস্থার তৈরি ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট আসছে আন্তর্জাতিক বাজারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এত দিন তার কথা আলোচনা হয়েছে কল্পবিজ্ঞানে৷ এ বার গল্পের বইয়ের পাতা, সিনেমার পর্দা ছেড়ে বাস্তবেই হাজির উড়ন্ত গাড়ি৷ শুধু হাজির হওয়াই নয়৷ জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান৷ হেলিকপ্টারের মতো দেখতে সেই আকাশগাড়ি তৈরি করেছে চিনা বৈদ্যুতিন গাড়ি নির্মাতা জেপেং আইএনসি৷ প্রথম বার তাদের তৈরি সেই উড়ুক্ক গাড়ি প্রকাশ্যে উড়ল৷ বিজ্ঞানের নবাগত এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরশাহীতে৷ প্রসঙ্গত খুব দ্রুত সংস্থার তৈরি ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট আসছে আন্তর্জাতিক বাজারে৷
জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান
জনসমক্ষে রীতিমতো উড়েও দেখাল সেই উড়ুক্ক যান
advertisement

চিনা সংস্থা তাদের উড়ুক্ক যানের নাম রেখেছে ‘এক্স টু’৷ দুই আসনের এই বৈদ্যুতিন গাড়ি উল্লম্বভাবে মাটি থেকে উপরে ওঠে৷ অবতরণের সময়ও উল্লম্বভাবেই নামে৷ চারটে কোনায় রয়েছে দু’টি করে মোট আটটি প্রপেলার৷ সোমবার দুবাইয়ে এর পরীক্ষামূলক উড়ান নিয়ে উচ্ছ্বসিত সংস্থার কর্তারা৷ তাঁদের আশা, পরবর্তী প্রজন্মের কাছে এই উটড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে৷

advertisement

আরও পড়ুন : দিওয়ালির বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের বাজার মাত করতে ওলার চমকে দেওয়া গাড়ি

আরও পড়ুন : চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত যানের উপস্থিতির ক্ষেত্রে সংস্থা খুব একটা তাড়াহুড়ো করতে চায় না৷ জানানো হয়েছে ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চান তাঁরা৷ দুবাইয়ে পরীক্ষামূলক উড়ানের পর তাঁরা আশাবাদী৷ কিন্তু টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হল কেন? সংস্থার মতে, দুবাই বিশ্বের অন্যতম সৃজনশীল শহর৷ তাই নতুন কোনও উদ্যোগকে আবাহন জানাতে বেছে নেওয়া হল এই শহরকেই৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কল্পবিজ্ঞানের পাতা থেকে বাস্তবে! দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল