TRENDING:

iPhone: 'iPhone'-তো ব্যবহার করছেন! এই ভুলটা করছেন না তো? তাহলেই কিন্তু...সতর্ক করল Apple

Last Updated:

iPhone: ব্রিটেনের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী iPhone 15-এ USB-C ব্যবহার করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা গ্রহণের কথা বলেছে Apple।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত ১২ সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছে দীর্ঘ প্রত্যাশিত Apple iPhone 15। আসলে এই ফোনের মধ্যে দিয়েই বদলে যাচ্ছে স্মার্টফোন সংক্রান্ত এতদিনের বেশ কিছু ধারণা। তার অন্যতম হল USB-C পোর্ট চার্জিং। Apple তার নতুন সমস্ত ডিভাইস থেকে পুরনো লাইটনিং পোর্ট তুলে দিয়েছে। Apple-এর তরফে নিরাপত্তা ও সুরক্ষার জন্য নির্ধারিত USB-C পোর্ট ব্যবহার করার অনুরোধ করেছে।
iPhone ব্যবহার করেন
iPhone ব্যবহার করেন
advertisement

ব্রিটেনের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী iPhone 15-এ USB-C ব্যবহার করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা গ্রহণের কথা বলেছে Apple। কারণ সংস্থার নিজস্ব সতর্কতামূলক নির্দেশনার সঙ্গে যদি খাপ না খায়, তাহলে ওই USB-C পোর্ট থেকে ডিভাইসের মারাত্মক ক্ষতি হতে পারে। তার উপর এই প্রথম iPhone-এ এই ধরনের পোর্ট চালু হয়েছে।

আসলে সমস্ত USB-C কেবল এক রকম হয় না। এর আগে iPhone-এ যে লাইটনিং ব্যবস্থা ছিল তাতে দু’টি চিপ থাকত। একটি Apple-এর অথেন্টিকেশন-সহ, অন্যটি ফিউজ হিসেবে কাজ করত, যাতে কোনও ক্ষতি না হয়।

advertisement

আরও পড়ুন- ভয়ানক অবস্থা মুখের! বেঁকে যায় নাক, সার্জারির পর ‘কুৎসিত’ প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠেছিলেন অনিল, তারপর…

কিন্তু সব পোর্ট এক রকম হয় না। কিছু সস্তার পোর্ট বা চার্জার iPhone-এর ক্ষতি করতে পারে। এই কারণেই সতর্কতা জারি করেছে সংস্থা। তাই Apple জানিয়েছে, Apple MFi ব্যাজ চার্জার ব্যবহার করাই সব থেকে ভাল, এর ফলে iPhone 15-এর কোনও রকম ক্ষতির সম্ভাবনা প্রায় নেই। এই চার্জারগুলি Apple দ্বারা অনুমোদিত। শুধু iPhone নয়, অন্য Apple পণ্যের জন্যও এগুলি ব্যবহার করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন- কালো ‘এই’ বীজে লুকিয়ে রয়েছে অলৌকিক গুণ! জলে ভিজিয়ে খেলেই তরতর করে কমবে সুগার, কোলেস্টেরলেরও যম!

এই নির্দেশিকা শুধুমাত্র Apple-এর তরফ থেকে iPhone 15-এর জন্য দেওয়া হলেও ঘটনা হল, এমন সস্তার চার্জার খুবই বিক্রি হয়। যেকোনও ডিভাইসের জন্য আমরা এগুলি কিনে থাকি। কিন্তু তাতে ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই আগেই সতর্ক হতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

iPhone 15 লঞ্চ করেছে সম্প্রতি। এখন প্রি-বুকিং চলছে। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে নতুন ডিভাইস হাতে পাবেন উৎসাহীরা। সেই ডিভাইসের জন্য নিরাপদ ও দ্রুত চার্জ করতে পারে, এমন অ্যাডপ্টার ও USB-C কেবল কিনতে হবে। তবে এমন বিপত্তি এড়াতে পারেন iPhone ব্যবহারকারীরা অন্য উপায়ে, সেটি হল ওয়্যারলেস চার্জিং।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone: 'iPhone'-তো ব্যবহার করছেন! এই ভুলটা করছেন না তো? তাহলেই কিন্তু...সতর্ক করল Apple
Open in App
হোম
খবর
ফটো
লোকাল