বর্তমানে বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যাবহার করা হলেও, অনেকেই বিনা কারণেই সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। এর জন্যই Instagram নিয়ে এসেছে নতুন অপশন টেক আ ব্রেক। এর মাধ্যমে Instagram-এর ইউজাররা সেট করে রাখতে পারে 'ডেইলি টাইম লিমিট' অপশন। যার সবথেকে বেশি সময় হল ৩০ মিনিট। কিন্তু মঙ্গলবার Instagram-এর তরফে জানানো হয়েছে যে তাদের 'ডেইলি টাইম লিমিট' অপশন পরিবর্তন করা হতে চলেছে।
advertisement
আরও পড়ুন: দুরন্ত চমক, আসছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 30 Pro! এক ঝলকে দেখুন...
মেটার মুখপাত্র জানিয়েছেন যে, টেক আ ব্রেক অপশনের মাধ্যমে ইউজারদের রিমাইন্ডার দেওয়া হবে তারা যদি একটানা ১০ মিনিট Instagram ব্যবহার করে। Instagram-এ বর্তমানে দুই ধরনের টাইম ম্যানেজমেন্ট ফিচার রয়েছে। এর একটি হল ডেইলি টাইম লিমিট এবং অন্যটি হল টেক আ ব্রেক। এখন Instagram-এর ডেইলি টাইম লিমিট অপশন পরিবর্তন করা হতে পারে। এর মাধ্যমে সরিয়ে দেওয়া হতে পারে ৩০ মিনিটের অপশন। সুতরাং Instagram-এর ডেইলি টাইম লিমিট অপশনের সময় বাড়িয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ইংরেজি না-পসন্দ? এক নজরে দেখে নিন WhatsApp-এ ভারতীয় ভাষা ব্যবহার করার উপায়
সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেকেরই সময়ের কোনও খেয়াল থাকেনা। একটানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ইউজারদের সেটি মনে করিয়ে দেওয়ার জন্য Instagram নিয়ে এসেছে তাদের নতুন ফিচার ডেইলি টাইম লিমিট ও টেক আ ব্রেক। এর মাধ্যমে ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে একটা ব্রেক নেওয়ার জন্য। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে। এটি যেন ইউজারদের নজরে আসে তার জন্য ফুল স্ক্রিন জুড়ে দেওয়া হবে রিমাইন্ড। ইউজাররা নিজেদের সুবিধা অনুযায়ী এটি শিডিউল করে রাখতে পারবে। এখন Instagram তাদের ডেইলি টাইম লিমিট অপশন পরিবর্তন করতে চলেছে।