TRENDING:

Cyber Attack in India: ভারত যেন ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র, বিশ্বে সবচেয়ে বেশি ম্যালওয়্যার অ্যাটাকের শিকার ভারতীয়রা, সাবধান! এগুলো জানুন

Last Updated:

Cyber Attack in India: ক্লাউড সিকিউরিটি ফার্ম Zscaler Inc জুন ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত ২০ বিলিয়ন মোবাইল থ্রেট বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লাগাতার সাইবার আক্রমণের শিকার হচ্ছে ভারত। ভারতীয়দের টার্গেট করেই সবচেয়ে বেশি ম্যালওয়্যার অ্যাটাক চালাচ্ছে সাইবার জালিয়াতরা, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার চেয়েও বেশি। Zscaler ThreatLabz 2024-এর রিপোর্ট থেকে এই তথ্য সামনে এসেছে।
সাইবার অ্যাটাক ভারতে
সাইবার অ্যাটাক ভারতে
advertisement

ক্লাউড সিকিউরিটি ফার্ম Zscaler Inc জুন ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত ২০ বিলিয়ন মোবাইল থ্রেট বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে বলা হয়েছে, গোটা বিশ্বের ম্যালওয়্যার অ্যাটাকের ২৮ শতাংশের শিকার ভারত।

বিশ্বব্যাপী ম্যালওয়্যার অ্যাটাকের ২৭.৩ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৫.৩ শতাংশ হয় কানাডায়। সহজ কথায়, এ ক্ষেত্রে ভারতীয়রাই আক্রমণের কেন্দ্রে রয়েছেন। দেশ জুড়ে যখন দ্রুত গতিতে ডিজিটাইলেজশনের কাজ চলছে তখনই এই রিপোর্ট সামনে এল।

advertisement

ভারতীয় সংস্থাগুলিকে যে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল Zscaler ThreatLabz 2024-এর রিপোর্ট। এতে আরও বলা হয়েছে যে, ভারতের প্রথম সারির পাঁচটি বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের টার্গেট করছে সাইবার জালিয়াতরা। ভুয়ো ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের লগ ইন ডিটেইলস এবং ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেক ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: কলকাতাকে শীতের নাচনে দশ গোল দিচ্ছে জেলা, ঠকঠক করে কাঁপছে কোন জেলা? আবহাওয়ার বড় খবর

অন্য দিকে, আউটবাউন্ড থ্রেটের প্রধান উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে চিন, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াকে। সাইবার অ্যাটাকের ট্রেন্ড নিয়েও তুলনামূলক আলোচনা করা হয়েছে রিপোর্টে। গুগল প্লে স্টোরের ২০০-এর বেশি অনিরাপদ অ্যাপের তালিকা করেছে তারা। আট মিলিয়ন ইউজার এই সমস্ত অ্যাপ ব্যবহার করেন।

advertisement

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Internet of Things (IoT) ডিভাইসের সঙ্গে সম্পর্কিত ম্যালওয়্যার কার্যক্রমের সংখ্যা বছরে ৪৫ শতাংশ হারে বাড়ছে। এমনটা হচ্ছে বটনেটের কারণে। বটনেট হল কম্প্রোমাইজড ডিভাইসের নেটওয়ার্ক, যা সাধারণত বড় আকারের সাইবার আক্রমণে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: চকোলেট-ক্যান্ডি খেয়ে খেয়ে আপনার সন্তানের দাঁতে ‘পোকা’ হচ্ছে? কীভাবে রক্ষা করবেন খুদের দাঁত, রইল ডাক্তারের পরামর্শ

advertisement

‘ডিপফেক’ ভিডিওর মাধ্যমেই জালিয়াতি হচ্ছে। এই নিয়ে গত সপ্তাহেই উদ্বেগ প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এতে রিজার্ভ ব্যাঙ্ক কিছু বিনিয়োগ প্রকল্প চালু করছে বলে দাবি করা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, এই সমস্ত ভিডিও ভুয়ো। প্রতারকদের ফাঁদে পা দিলে ভুগতে হবে। চলতি বছরের শুরুর দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও একই ধরণের সতর্কতা জারি করেছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাঁচার উপায়: বিশেষজ্ঞরা বলছেন, অজানা নম্বর থেকে মেসেজ বা মেল এলে সাবধান। তাতে যদি কোনও লিঙ্ক থাকে তাহলে ভুলেও ক্লিক করবেন না। সর্বস্ব খোয়াতে হবে। গুরুত্বপূর্ণ ডেটার নিয়মিত ব্যাকআপ রাখারও পরামর্শ দিয়েছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cyber Attack in India: ভারত যেন ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র, বিশ্বে সবচেয়ে বেশি ম্যালওয়্যার অ্যাটাকের শিকার ভারতীয়রা, সাবধান! এগুলো জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল