আসলে হাতে টাকা-পয়সা না-থাকলেও তো গাড়ি কিংবা বাইক কিনতে কোনও সমস্যাই থাকে না। কারণ সহজ ইএমআই-এর বন্দোবস্ত তো হাতের কাছেই রয়েছে! কিন্তু করোনা অতিমারী আসায় মানুষ বুঝতে পেরেছে সাইকেলের মর্ম। ফের বেড়ে গিয়েছে সাইকেলের কদর।
এমনও নজির রয়েছে, মানুষ আজ সাইকেলে চড়ে পাড়ি দিচ্ছেন দেশ অথবা বিদেশেও! আর প্রযুক্তির উন্নতির হাত ধরে উন্নত মানের সাইকেলেও এখন বাজার ছেয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- আপনার ফোন কি ওয়াটারপ্রুফ? জানিয়ে দেবে আইপি রেটিং, জেনে নিন সেটা কী!
আসলে বর্তমানে বাজারে জায়গা করে নিয়েছে ইলেকট্রিক সাইকেল। কিন্তু ইলেকট্রিক সাইকেলের দাম অনেকটাই বেশি। প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে ইলেকট্রিক সাইকেলে সাইক্লিংয়ের মজাই আলাদা। কারণ প্যাডেলে চাপ দিতে হয় না। তাহলে কী ভাবে চলে এই সাইকেল?
আসলে বসে স্যুইচে চাপ দিলেই গড়াতে থাকবে সাইকেল। এর পর যত দূরে খুশি যাওয়া যাবে। তবে এবার ইলেকট্রিক সাইকেলের মজা নেওয়া যাবে খুব কম খরচেই। কিন্তু কী ভাবে?
সাধারণ সাইকেলকেও এখন ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করা সম্ভব। আর এর জন্য কিট এসে গিয়েছে বাজারে। অ্যামাজনে ইলেকট্রিক সাইকেল কিট বিক্রি হচ্ছে মাত্র ৬ হাজার টাকায়। আর এক বার মাত্র চার্জ দিলে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ছুটবে সাইকেল।
এখানেই শেষ নয়, কিটটি ব্যবহার করা এতটাই সহজ যে, কাউকে লাগবে না। নিজে বাড়িতে বসে দিব্যি তা ইনস্টল করে নেওয়া যাবে। সেক্ষেত্রে ইউটিউব ভিডিওর সাহায্য নেওয়া যেতে পারে।
আসলে আজকাল এমনিতেই ইউটিউবে নানা টিউটোরিয়াল পাওয়া যায়। আর একান্তই তা করতে না চাইলে যে কেউ চলে যেতে পারেন স্থানীয় সাইকেল সারাইয়ের দোকানে।
তাহলে দেখে নেওয়া যাক, ইলেকট্রিক বাইক কিটের মধ্যে কী কী সরঞ্জাম থাকছে! ৫ কেজি ওজন বিশিষ্ট ওই কিটে থাকবে একটি ২৪ ভোল্ট ২৫০ ওয়াটের ডিসি মোটর। যা পুরোপুরি ভাবে ওয়াটার প্রুফ।
এর পাশাপাশি এর মধ্যে থাকছে ই-বাইক মোটর কন্ট্রোলার, থ্রটল সেট, লেড অ্যাসিড ব্যাটারি চার্জার, এলইডি হেডলাইট, হর্ন, মাউন্টিং প্লেট। এখানেই শেষ নয়, থাকছে ব্রেক লিভার, লং অ্যাক্সেল এবং ফ্রি-হুইলও। আর এই সমস্ত যন্ত্রাংশই অ্যালুমিনিয়ামের তৈরি।
আরও পড়ুন- Wagon R এবার চলবে ইথানলে! ২০২৩-এ বাজার কাঁপানোর ইঙ্গিত দিল মারুতি
তবে এই কিটের সঙ্গে কিন্তু কোনও ব্যাটারি দেওয়া হচ্ছে না। যদিও ব্যাটারি কিনতে চাইলে তা আলাদা ভাবে অনলাইনে অর্ডার করা যেতেই পারে।
ই-সাইকেলের এই কিটের উপর ৬ মাসের গ্যারান্টিও দেওয়া হয়েছে। অ্যামাজনে এর দাম রাখা হয়েছে মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা। শুধু তা-ই নয়, রয়েছে ইএমআই বা মাসিক কিস্তিতে এই কিট কেনার সুযোগও। অর্থাৎ মাসে মাসে মাত্র ২৮৭ টাকা খরচ করলেই হাতে চলে আসবে ই-সাইকেলের ওই কিট!