Wagon R এবার চলবে ইথানলে! ২০২৩-এ বাজার কাঁপানোর ইঙ্গিত দিল মারুতি

Last Updated:

Wagon R Flex Fuel: ইথানলে চলবে মারুতির সব থেকে জনপ্রিয় মডেল! বাঁচবে পেট্রোলের খরচ!

#নয়াদিল্লি: Auto Expo 2023 শুরু হয়েছে। দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি এবার মানুষের মন জয় করেছে। মারুতির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি Wagon R। এবার সেই ওয়াগন আর নিয়ে বড় আপডেট এল।
মারুতি যে ওয়াগন আর অটো এক্সপো-তে দেখিয়েছে সেটি সিএনজি, পেট্রোল বা বৈদ্যুতিক গাড়ি নয়, এটি একটি ফ্লেক্স-ফুয়েল গাড়ি। এটি চলবে পেট্রোলের পাশাপাশি ইথানলে।
আরও পড়ুন- নতুন বছরে WhatsApp-এর উপহার! আসছে মাল্টিপল চ্যাট অপশন
ওয়াগন আর ইথানলে চললে পেট্রোলের চেয়ে অনেক কম খরচ হবে। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ইথানলে চালিত যানবাহনের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর এরই মধ্যে মারুতি গ্রাহকদের জন্য ওয়াগনআর ফুয়েল ফ্লেক্স-এ চালু করল।
advertisement
advertisement
ওয়াগন আরে ফ্লেক্স ফুয়েলের পাশাপাশি ভিটারা ব্রেজা এস-সিএনজি, গ্র্যান্ড ভিটারা ইলেকট্রিক হাইব্রিড, ভিটারা সিএনজির মতো যানবাহনও প্রদর্শন করছে মারুতি।
ইথানলে গাড়ি চালানোর অনেক সুবিধা রয়েছে। তবে সবচেয়ে বড় সুবিধা হল, এতে চালকের পকেট সাশ্রয় হবে। ওয়াগনআর ইথানলে চললে শুধু খরচই কমবে না, কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখবে।
Wagon-R ফ্লেক্স ফুয়েল লঞ্চের বিষয়ে মারুতি এখনও কোনও নির্দিষ্ট তথ্য দেয়নি। কারণ এই গাড়িটি এখনও তাদের প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে আশা করা হচ্ছে, এই গাড়িটি চলতি বছরেই লঞ্চ হবে। বছরের শেষ নাগাদ এটি বাজারে লঞ্চ করতে পারে মারুতি।
advertisement
আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!
অন্যদিকে, এই গাড়িটির দাম অবশ্যই পেট্রোল ওয়াগন আর এর থেকে কিছুটা বেশি হবে। ওয়াগন আর পেট্রোলের দাম বর্তমানে ৫.৪৮ লক্ষ টাকা থেকে ৭.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Wagon R এবার চলবে ইথানলে! ২০২৩-এ বাজার কাঁপানোর ইঙ্গিত দিল মারুতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement