TRENDING:

Ather নাকি Ola! ইলেকট্রিক স্কুটার কেনার আগে দেখে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত

Last Updated:

Ather Energy-র স্কুটার Ather 450X-তে ডবল ডিস্ক ব্রেক। কিন্তু Ola S1 Pro পাচ্ছে ডিস্ক ব্রেক। তবে দু’টিতেই থাকছে কম্বাইন ব্রেকিং সিস্টেম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইলেকট্রিক স্কুটার এখন খুবই জনপ্রিয়। এই মুহূর্তে দু’টি স্কুটার বাজারে রয়েছে যাদের পারফর্ম্যান্স দারুন। Ola S1 Pro এবং Ather 450X-এর।
advertisement

Ather 450X বেস মডেলটির থেকে Ola S1 Pro-এর দাম প্রায় ১৪,৫০০ টাকা বেশি। Ather 450X-এর দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা (এক্স-শোরুম)। Ola S1 Pro-এর দাম পড়বে ১ লক্ষ ৩৯ হাজার টাকা (এক্স-শোরুম)।

দেখে নেওয়া যাক Ola S1 Pro-এর আর কী কী বিশেষত্ব রয়েছে—

Ather Energy-র স্কুটার Ather 450X-তে ডবল ডিস্ক ব্রেক। কিন্তু Ola S1 Pro পাচ্ছে ডিস্ক ব্রেক। তবে দু’টিতেই থাকছে কম্বাইন ব্রেকিং সিস্টেম।,

advertisement

আরও পড়ুন- ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা, তারপর যা হল…

Ather 450X-এর ফ্রন্ট এবং রিয়ার হুইল ৩০৪.৮ মিলিমিটার। Ola S1 Pro-এর ক্ষেত্রেও চাকার ব্যস সমান। যদিও Ola S1 Pro-র চাকা অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা নির্মিত, Ather 450X-এর অ্যালয় হুইল।

Ather 450X একবার চার্জে চলতে পারে প্রায় ১১১ কিলোমিটার। সেখানে Ola S1 Pro একবার চার্জে চলবে ১৮১ কিলোমিটার। এমনই দাবি নির্মাতা সংস্থার।

advertisement

শুধু তাই নয় Ola S1 Pro চার্জ হবেও দ্রুত। সম্পূর্ণ চার্জ হতে এটি সময় নেবে মাত্র ৬.৫ ঘণ্টা। কিন্তু Ather 450X সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৮.৩ ঘণ্টা।

Ather 450X-এ রয়েছে পুশ বাটন স্টার্ট। Ola S1 Pro পুশ বাটন স্টার্টের পাশপাশি রিমোট স্টার্টও সাপোর্ট করে।

দু’টি স্কুটারের স্পিডোমিটারই ডিজিটাল।

Ather 450X পাওয়া যাবে কসমিক ব্ল্যাক, সল্ট গ্রিন, ট্রু রেড, স্টিল হোয়াইট, স্পেস গ্রে এবং লুনার গ্রে রঙে। অন্যদিকে Ola S1 Pro পাওয়া যাবে পাঁচটি রঙে—স্টেলার ব্লু, মিডনাইট ব্লু, ম্যাট হোয়াইট, জেট ব্ল্যাক, অ্যামেথিস্ট।

advertisement

Ather 450X-এর ইঞ্জিন ২৬ Nm টর্ক ও ৩.৩ kW পাওয়ার উৎপন্ন করে। Ola S1 Pro উৎপন্ন করে ৫৮ Nm টর্ক ও ৫.৫ kW পাওয়ার।

আরও পড়ুন- শৈত্যপ্রবাহ সতর্কতা ৩জেলায়! লাফিয়ে লাফিয়ে পারদ পতন! জানুন আবহাওয়ার ‘নতুন’ আপডেট

তবে Ather 450X-এর ইঞ্জিনের IP রেটিং ৬৬। Ola S1 Pro-র তা নেই। Ather 450X-ব্যাটারির জন্য ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে ৩০,০০০ কিলোমিটার পর্যন্ত। Ola S1 Pro-র ব্যাটারি ওয়ারেন্টি তিন বছরে ৪০,০০০ কিলোমিটার।

advertisement

Ather 450X-র সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। Ola S1 Pro-র ১১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ather 450X-র আন্ডার সিট স্টোরেজ রয়েছে ২২ লিটারের, Ola S1 Pro-এর ৩৬ লিটার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ather নাকি Ola! ইলেকট্রিক স্কুটার কেনার আগে দেখে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল