TRENDING:

এই পাঁচটি ভুল করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হতে পারে

Last Updated:

Cyber Crime: বেশিরভাগ মানুষ তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ভুলগুলো করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভুল তো মানুষ মাত্রেই করে। সারা জীবনে নানা রকমের ভুল করে থাকে মানুষ, তা তিনি যত মহৎ-ই হোন না কেন। আর নিজের করার ভুলের মাশুল বেশির ভাগ সময় তাঁকেই বহন করতে হয়। অনেক সময় সে সব ভুল নিজের অজান্তেই ঘটে যেতে পারে।
advertisement

কিন্তু এমন কিছু ভুল আমরা করি, যা একটু চেষ্টা করলেই রোখা যায়। আর এসব ভুল রুখে দেওয়া দরকার একেবারে শুরুতেই। কারণ এই ভুলের মাশুল দিতে গিয়ে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে।

আরও পড়ুন- স্মার্টফোন ব্যাটারি ১০০ পার্সেন্ট চার্জ করেন? কী মারাত্মক ভুল করছেন জেনে নিন

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ভুল জীবনে একেবারেই করা উচিত নয়—

advertisement

১. দুর্বল পাসওয়ার্ড

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ মানুষ তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ব্যাঙ্কিংয়ের জন্য দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা জন্ম তারিখ বা এমন পাসওয়ার্ড ব্যবহার করে যা সহজেই ভেঙে ফেলতে পারে অপরাধীরা। দুর্বল পাসওয়ার্ডের কারণেই বেশির ভাগ তথ্য চুরির ঘটনা ঘটে থাকে৷ ফলে সুরক্ষিত থাকার অন্যতম মন্ত্র হল শক্তিশালী পাসওয়ার্ড। পাসওয়ার্ড কাউকে বলা যাবে না। নিজস্ব ডিভাইস, গুগল শিট বা এক্সেলে পাসওয়ার্ড লিখে রাখাও ঠিক নয়।

advertisement

২. পুরানো সফটওয়্যার ব্যবহার

যে কোনও সফটওয়্যারেরই পুরনো সংস্করণগুলিতে ‘সিকিওরিটি ফিচার’ থাকে না। ফলে নিরাপত্তা প্রায় নেই বললেই চলে। অনেক মানুষই আপডেটেড সফটওয়্যার ব্যবহার না করার কারণে প্রতারকদের শিকার হন। সব সময় নিজের ডিভাইস আপগ্রেড করে রাখা দরকার। প্রতিটি আপডেটের সঙ্গে অত্যাধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য পাওয়া সম্ভব।

৩. ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখায় অবহেলা

advertisement

তথ্য চুরির একটি বড় কারণ ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পরিচালনা করতে না পারা। সে ক্ষেত্রে যে কেউ সে সব তথ্য পেয়ে যেতে পারে। অনেকেই কম্পিউটার লক করেন না। কেউ কেউ আবার পাবলিক নেটওয়ার্কে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে রাখেন। এই কারণে, অনেক সময় ব্যক্তিগত তথ্য সহজেই ভুল হাতে পৌঁছে যায়।

৪. যাকে-তাকে অ্যাক্সেস প্রদান

advertisement

অনেক সময় মানুষ চিন্তা ভাবনা না করেই কাউকে তথ্য পাওয়ার অধিকার দিয়ে ফেলে। অননুমোদিত অ্যাক্সেস অবশ্যই ঝুঁকি বহন করে। অননুমোদিত অ্যাক্সেস সহজেই কোনও ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। শুধু তাই নয়, সে তথ্যের অপব্যবহার হতে পারে যে কোনও সময়। ফলে নিজের ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়।

আরও পড়ুন- Royal Enfield-এর নতুন বাইক এল বাজারে, ভাল-খারাপ দিকগুলো দেখে নিন

৫. ফিশিং ই-মেল খোলা

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

আজকাল, স্ক্যামাররা প্রতারণার নতুন নতুন উপায় অবলম্বন করছে। প্রায়ই ফিশিং ইমেল পাঠায় তারা যে কোনও মেল আইডি-তে। ই-মেইল পাওয়ার পর, অনেক সময়ই মানুষ কিছু না বুঝেই ফিশিং ই-মেইল খুলে ফেলে বা মেলে আসা র‍্যানসমওয়্যার অ্যাটাচমেন্ট ডাউনলোড করে ফেলে। সবচেয়ে সাধারণ ভুলগুলির মধ্যে একটি হল একটি ফিশিং ইমেল খোলা, এটি স্ক্যামারদের নিজের ডেটাতে অ্যাক্সেস দেওয়া। কোনও সন্দেহজনক ই-মেল খোলা যাবে না, সঙ্গের অ্যাটাচমেন্টও ডাউনলোড করা যাবে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই পাঁচটি ভুল করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল