এই পরিস্থিতিতে যাঁরা রোজ মোটরবাইক চালিয়ে কাজে যান, পাড়ি দেন অনেকটা পথ, তাঁদের সমস্যা তো হয়ই। এমনকী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কারও অনেক গুণ বেড়ে যায়। কারণ বাইকে চড়লে সারা শরীর সরাসরি রোদে পোড়ে।
প্রচণ্ড সূর্যের তাপে এমনিতেই হাঁসফাঁস অবস্থা, তার উপর মোটরবাইক চালানোর সময় আরও গরম বেশি অনুভূত হয়। তাতে কষ্ট যেমন হয়, তেমনই ক্ষতি হয় শরীরের। শুধু তাই নয়, প্রচণ্ড গরমে তেতে থাকে আসন, ফলে গ্রীষ্মকালে মোটরবাইকে বসাও বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
advertisement
আরও পড়ুন- মশা তাড়াতে ঘণ্টার পর ঘণ্টা মেশিন জ্বলছে ঘরে,জানেন কত টাকা electric bill গুনছেন?
এই সব কথা মাথায় রেখেই ভারতীয় টু-হুইলার নির্মাতা সংস্থা TVS তৈরি করছে এক নতুন ধরনের মোটরবাইক। সদ্য লঞ্চ করা এই মোটরবাইকটিতে রয়েছে বিশেষ ‘ক্লাইমেট কন্ট্রোল’ ফিচার।
সাধারণত এই ফিচারটি এতদিন চারচাকা গাড়িতেই পাওয়া যেতে। ওই গাড়ির আসনে বায়ুচলাচল করে এমন ব্যবস্থা রাখা হয়। এর সুফল গাড়ির ভিতরে অনুভূত হয়। এবার TVS তার নতুন Apache RTR 310-এও নিয়ে এসেছে ক্লাইমেট কন্ট্রোল ফিচার। এর ফলে মোটরবাইকের আসনেও পাওয়া যাবে ওই বিশেষ বায়ুচলাচলের সুবিধা।
নতুন TVS Apache RTR 310-এ সিট কুলিং এবং হিটিং ফিচার দেওয়া হচ্ছে। অর্থাৎ শুধু গরমে ঠান্ডা নয়। বরং শীতকালে উষ্ণতার অনুভবও পাওয়া যেতে পারে। সংস্থার তরফে জানানো হয়েছে, এতে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
তবে এই ফিচার যে ভারতীয় আবহাওয়ায় তেমন ভাল কাজ করবে বা আরোহী খুব উপকৃত হবেন, এমন নাও হতে পারে। মোটরবাইক একেবারেই খোলা, তাই সরাসরি সূর্যের আলো, গরম বাতাস—সবই লাগবে আরোহীর গায়ে।
তাছাড়া মোটরবাইকের আসনে তো কোনও হেলান দেওয়ার জায়গা নেই। ফলে শরীরের কতটুকু অংশই বা শীতলতা পাবে! বরং শীতকালে খানিকটা উপকার হতেও পারে।
এই বিশেষ ফিচার যুক্ত হওয়ায় TVS Apache RTR 310-এর দাম দাঁড়িয়েছে ২.৪৩ লক্ষ টাকা থেকে ২.৬৪ লক্ষ টাকা (এক্স শোরুম)।