Electric Bill: মশা তাড়াতে ঘণ্টার পর ঘণ্টা মেশিন জ্বলছে ঘরে, জানেন কত টাকা electric bill গুনছেন এর জন্য?
- Edited by:Pooja Basu
- trending desk
Last Updated:
এই মেশিনটি মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে কতটা পরিবর্তন এনে দেয় সেদিকে খুব কম মানুষই মনোযোগ দেন।
advertisement
advertisement
রাত হোক বা দিনে, বিশেষ করে গ্রীষ্মের সময়, মশার উপদ্রব ভারতের মতো দেশে খুবই সাধারণ ব্যাপার। এমতাবস্থায় বাজারে মশা তাড়ানোর জন্য লিকুইড ওষুধ ব্যবহার করা হয়। বিশেষ করে মশা তাড়াতে ছোট ছোট মেশিন আমাদের দেশে ব্যাপক ভাবে বিক্রি হয়। কিন্তু, এই মেশিনটি মাসিক বা বার্ষিক বিদ্যুৎ বিলে কতটা পরিবর্তন এনে দেয় সেদিকে খুব কম মানুষই মনোযোগ দেন।
advertisement
প্রতি মাসে ৫ ওয়াট থেকে ৭ ওয়াটের বিদ্যুৎ খরচ! বৈদ্যুতিক মশা তাড়ানোর ডিভাইস সাধারণত ৫ ওয়াট থেকে ৭ ওয়াটের বিদ্যুৎ পরিমাপক হিসেবে বাজারে বিক্রি হয়। মানে এগুলি এক একটি এলইডি লাইটের মতো বিদ্যুৎ খরচ করে। পরিসংখ্যান অনুসারে, যদি দিনে ৮ ঘণ্টা ৫ ওয়াটের একটি মশা তাড়ানোর যন্ত্র ব্যবহার করা হয় তবে এটি ৪০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে।
advertisement
advertisement