TRENDING:

গোপন রাখুন নিজের কাজ, ব্যবহার করুন Incognito Mode! জানুন প্রাইভেট ব্রাউজিংয়ের ফায়দা

Last Updated:

Incognito Mode কী? কীভাবে ব্যবহার করবেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাঁরা প্রতিদিন ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করেন তারা নিশ্চয়ই Incognito mode কথা শুনেছেন। এই গোপনীয় ফিচারটি Google Chrome ব্রাউজারে পাওয়া যায়। ক্রোম ব্রাউজার ভারতের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার এবং প্রায় বেশির ভাগ মানুষই এই ব্রাউজারটি ব্যবহার করেন।
advertisement

অনেক সময় একই ডিভাইস অনেকে ব্যবহার করেন, সে ক্ষেত্রে অন্য কারও কাছ থেকে প্রয়োজনীয় জিনিস লুকিয়ে রাখতে হয়। ব্রাউজিং হিস্ট্রি কারও থেকে গোপন করতে হলেও ইনকগনিটো মোড আমাদের সাহায্য করতে পারে।

আইটি বিশেষজ্ঞ অঙ্কিত গুপ্তা জানিয়েছেন যে, বেশিরভাগ সংস্থার কর্মীরা ট্যাবলেট, ল্যাপটপ বা স্মার্টফোনে সর্বত্র ক্রোম ব্রাউজার ব্যবহার করেন।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

advertisement

ফলে অনেক সময়ই আমরা যদি Chrome-এ এমন একটি ওয়েবসাইট খুলতে চাই যেখানে শুধুমাত্র আমরাই যেতে পারব বা অন্যদের থেকে হিস্টরি লুকোনোর প্রয়োজন রয়েছে তা হলে আমরা ইনকগনিটো মোডে গিয়ে তা করতে পারি।

যদি অন্য কেউ আমাদের অফিসে আমাদের ডিভাইস ব্যবহার করেন, তা হলে আমরা যে কাজটি ইনকগনিটো মোডে করেছি বা আমাদের ব্রাইজারে যে সার্চ হিস্টরি রয়েছে তা পার্সোনাল অবস্থাতেই থাকবে এবং এটি কেউই দেখতে পাবেন না। আসলে আমরা যখন Chrome-এ ব্রাউজ করার সময় এই মোড ব্যবহার করি তখন আমাদের ব্রাউজিং হিস্টরি, কুকিজ এবং সাইট ডেটা আমাদের ডিভাইসে সংরক্ষিত হয় না তাই অন্যদের চোখে ধুলো দিয়ে কাজ করতে চাইলে ইনকগনিটো মোড দারুন সাহায্য করে।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

ইনকগনিটো মোড ব্যবহার করার অর্থ হল আমাদের কাজ Chrome ব্রাউজারের হিস্ট্রিতে দৃশ্যমান হবে না। অর্থাৎ যখনই অন্য কেউ আমাদের ডিভাইস ব্যবহার করবে, তারা আমাদের কার্যকলাপ দেখতে পাবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই মোডে রেখে কোনও ওয়েবসাইট ভিজিট করার সময় Google ব্যবহারকারীকে একজন নতুন ইউজার হিসেবে দেখবে এবং সাইন ইন না করা পর্যন্ত ব্যবহারকারীকে চিহ্নিত করতে পারে না। ইনকগনিটো মোডে যেতে আমাদের Chrome হোম পেজের উপরের ডানদিকে কোণায় তিন-বিন্দুয্যক্ত বোতামে ক্লিক করতে হবে। একই ভাবে মেনু থেকে নতুন ইনকগনিটো ট্যাবে ট্যাপ করতে হবে। এ বারে ইনকগনিটো মোডে Chrome ব্যবহার করা যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গোপন রাখুন নিজের কাজ, ব্যবহার করুন Incognito Mode! জানুন প্রাইভেট ব্রাউজিংয়ের ফায়দা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল