1-800-CHATGPT। এটাই হল নম্বর। এই নম্বরে ফোন করে ইউজাররা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজাররাই এআই-এর সঙ্গে ফোনালাপের সুবিধা পাচ্ছেন। তাঁরা প্রতি মাসে বিনামূল্যে ১৫ মিনিট ভয়েস কলিং করতে পারবেন।
advertisement
আসলে এটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই ভবিষ্যতে এর ব্যবহারের নিয়ম এবং সময়সীমা পরিবর্তিত হতে পারে। পাশাপাশি জানানো হয়েছে, যেখানে ChatGpt ব্যবহার করা যায়, সেই সব জায়গায় হোয়াটসঅ্যাপে ChatGpt ব্যবহার করা যাবে।
The Verge-কে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার তৈরি করা হয়েছে। OpenAI-এর Realtime API ব্যবহার করে ফোন লাইন এবং GPT-4o mini এবং WhatsApp API-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন চালানো যাবে।
এই নতুন পদ্ধতিতে খুব সহজে ChatGpt ব্যবহার করতে পারবেন ইউজাররা। বিশেষ করে যাঁরা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে বিশেষ কিছু জানেন না, কথোপকথনের জন্য ফোনের মতো চিরাচরিত পদ্ধতির বাইরে বেরতে পছন্দ করেন না, তাঁদের জন্য এটা আশীর্বাদস্বরূপ। তবে কোম্পানি স্পষ্ট জানিয়েছে, যাঁরা উন্নত ফিচার চান, তাঁদের প্রচলিত ChatGPT অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত।
অনেকে বিস্মিত, ‘1-800-CHATGPT’, এটা আবার কেমন নম্বর! আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নম্বরটা হল – 1-800-242-8478। ওপেনএআই জানিয়েছে, “এই নম্বরে শুধু ফোন করুন। তাহলেই এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। পুরনো ফোন এবং ল্যান্ডলাইন থেকেও এই নম্বরে ফোন করা যাবে।”
আরও পড়ুনঃ রোজের রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন কি এই ‘তেল’ বিষের সমান? বাড়ায় হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি
হোয়াটসঅ্যাপেও ChatGpt ব্যবহার করা যাবে। এতে মেসেজ পাঠানোর জন্য ইউজারকে 1-800-242-8478 নম্বরটি লিখতে হবে। অর্থাৎ এই নম্বরই প্রাপক। ব্যস, এরপরই ChatGpt-এর সঙ্গে বার্তালাপ করতে পারবেন ইউজার। এমনটাই জানিয়েছে ওপেনএআই।
কিছুদিন আগেই ১২ দিনের একটি ইভেন্টের ঘোষণা করেছিল ওপেন এআই। এর নাম দেওয়া হয়েছে ‘শিপ-মাস’। ইভেন্টে বেশ কিছু নতুন ফিচার এবং টুলসের ঘোষণা করেছে সংস্থা। সবকটাই ইউজারদের এইআই ব্যবহারকে আরও সহজ করে তোলে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘সোরা’। এর মাধ্যমে এআই ভিডিও তৈরি করতে পারবেন ইউজাররা।