TRENDING:

ChatGPT লিক! ব‍্যবহারকারীদের সব তথ‍্য প্রকাশ‍্যে? জেনে নিন আসল সত‍্যি

Last Updated:

দেখা যাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম ChatGPT-ও আর নিরাপদ নয়। এক্ষেত্রে দোষ অবশ্য ChatGPT-র নয়, বরং হ্যাকারদের বলাই ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংরেজিতেআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ সাড়া জাগিয়েছে, রীতিমতো উত্তেজনার এক পরিস্থিতি তৈরি করেছে ইউজারদের মধ্যে। তবে, যত দিন যাচ্ছে, উত্তেজনা গড়িয়ে চলেছে উদ্বেগের খাতে। টেলর সুইফটের ডিপ ফেক ছবি নেটদুনিয়ায় যখন ছড়িয়ে পড়ে, তখনই এই প্রযুক্তির ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন হয় দুনিয়া। তবে, এবার সমস্যা আরও ভয়াবহ। কেন না, দেখা যাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম ChatGPT-ও আর নিরাপদ নয়। এক্ষেত্রে দোষ অবশ্য ChatGPT-র নয়, বরং হ্যাকারদের বলাই ভাল।
ChatGPT লিক! ব‍্যবহারকারী তথ‍্য প্রকাশ‍্যে? উদ্বেগ বাড়ল
ChatGPT লিক! ব‍্যবহারকারী তথ‍্য প্রকাশ‍্যে? উদ্বেগ বাড়ল
advertisement

সম্প্রতি এই মর্মে এক খবর জানা গিয়েছে ArsTechnica-র তরফে। জানা গিয়েছে যে তাদের এক রিডার, যাঁর নাম চেজ হোয়াইটসাইড, তিনি ChatGPT-কে কিছু প্রশ্ন করেন। যে উত্তর আসে, তা দেখে তিনি অবাক হয়ে যান। কেন না, সেখানে তাঁর প্রশ্নের উত্তরের বাইরেও কিছু অতিরিক্ত কথোপকথন ছিল, যা প্রমাণ করে যে ChatGPT-র কথোপকথন নেটদুনিয়ায় ফাঁস হওয়া শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: চাঁদের বুকে লেখা হবে নাম! ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষকে দিন অমূল‍্য উপহার, একেবারে বিনামূল‍্যে

চেজ জানিয়েছেন যে সেই কথোপকথনে এক ইউজার এক ওষুধের পোর্টাল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ChatGPT-র দ্বারস্থ হয়েছিলেন। যে অ্যাপ নিয়ে সমস্যা, তার নামের পাশাপাশি সেই ইউজারের লগ ইন সংক্রান্ত সব তথ্য ওই কথোপকথনে উঠে এসেছে। দেরি না করে ArsTechnica-কে মেল করে পুরো বিষয়টা জানান চেজ। পরে যখন তিনি ওখানে আবার ফিরে আসেন, দেখেন সেই কথোপকথন বেমালুম উধাও হয়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চেজ প্রথমে ভেবেছিলেন তাঁর অ্যাকাউন্ট খুব সম্ভবত পড়েছে নিরাপত্তা সম্বন্ধীয় সমস্যায়, যা হওয়ার কথা নয়, কেন না তিনি নির্দেশমতো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, চিহ্ন সব মিলিয়ে নিজের পাসওয়ার্ড তৈরি করেছিলেন। ফলে, এই সমস্যা হওয়ার কথা নয়। এ দিকে, OpenAI বলছে যে ওই অ্যাকাউন্ট হ্যাকারের হাতে পড়েছিল। তারা আরও জানিয়েছে যে এই কথোপকথনের স্থান শ্রীলঙ্কা। ব্রুকলিন নয়, যেখানে চেজ থাকেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভরশীলতা কি এবার কিছুটা কমবে?

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ChatGPT লিক! ব‍্যবহারকারীদের সব তথ‍্য প্রকাশ‍্যে? জেনে নিন আসল সত‍্যি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল