সম্প্রতি এই মর্মে এক খবর জানা গিয়েছে ArsTechnica-র তরফে। জানা গিয়েছে যে তাদের এক রিডার, যাঁর নাম চেজ হোয়াইটসাইড, তিনি ChatGPT-কে কিছু প্রশ্ন করেন। যে উত্তর আসে, তা দেখে তিনি অবাক হয়ে যান। কেন না, সেখানে তাঁর প্রশ্নের উত্তরের বাইরেও কিছু অতিরিক্ত কথোপকথন ছিল, যা প্রমাণ করে যে ChatGPT-র কথোপকথন নেটদুনিয়ায় ফাঁস হওয়া শুরু হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: চাঁদের বুকে লেখা হবে নাম! ভ্যালেন্টাইন্স ডে-তে প্রিয় মানুষকে দিন অমূল্য উপহার, একেবারে বিনামূল্যে
চেজ জানিয়েছেন যে সেই কথোপকথনে এক ইউজার এক ওষুধের পোর্টাল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ChatGPT-র দ্বারস্থ হয়েছিলেন। যে অ্যাপ নিয়ে সমস্যা, তার নামের পাশাপাশি সেই ইউজারের লগ ইন সংক্রান্ত সব তথ্য ওই কথোপকথনে উঠে এসেছে। দেরি না করে ArsTechnica-কে মেল করে পুরো বিষয়টা জানান চেজ। পরে যখন তিনি ওখানে আবার ফিরে আসেন, দেখেন সেই কথোপকথন বেমালুম উধাও হয়ে গিয়েছে।
চেজ প্রথমে ভেবেছিলেন তাঁর অ্যাকাউন্ট খুব সম্ভবত পড়েছে নিরাপত্তা সম্বন্ধীয় সমস্যায়, যা হওয়ার কথা নয়, কেন না তিনি নির্দেশমতো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, চিহ্ন সব মিলিয়ে নিজের পাসওয়ার্ড তৈরি করেছিলেন। ফলে, এই সমস্যা হওয়ার কথা নয়। এ দিকে, OpenAI বলছে যে ওই অ্যাকাউন্ট হ্যাকারের হাতে পড়েছিল। তারা আরও জানিয়েছে যে এই কথোপকথনের স্থান শ্রীলঙ্কা। ব্রুকলিন নয়, যেখানে চেজ থাকেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভরশীলতা কি এবার কিছুটা কমবে?