ল্যান্ডার বিক্রম আগেই মূল মহাকাশযানের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে উচ্চতা কমিয়ে বুধবার চাঁদের মাটিতে নামার পর এখন চার ঘণ্টা বিশ্রাম করবে ল্যান্ডার বিক্রম। চাঁদের মাটিতে নেমে চার ঘণ্টা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করবে প্রজ্ঞান। ছ’টি চাকায় ভর করে প্রতি সেকেন্ডে ১ সেন্টিমিটার পথ পাড়ি দেবে সে। সূর্য থেকে সৌরশক্তি সঞ্চয় করে কাজ শুরু করবে।
advertisement
আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ছুঁয়ে ফেলল চাঁদের জমি, ঐতিহাসিক কীর্তি ভারতের
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম নামার পরেই, তার একটি অংশ স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে। একটি ঢালু জিনিস নেমে আসবে চাঁদের মাটিতে। আর ওই ঢালু পথ বেয়েই চাঁদের বুকে নেমে আসবে রোভার প্রজ্ঞান। অবতরণের এই শেষ পর্যায়টিই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চার বছর আগে ঠিক এখানে এসেই থেকে গিয়েছিল ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২।
আরও পড়ুন: বছরে দু’বার বোর্ডের পরীক্ষা, পাঠক্রমে হবে বিরাট বদল! শিক্ষামন্ত্রকের নয়া নির্দেশ
বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হয়েছে। সঠিক সময়েই বিক্রম অবতরণ করছে বলে দাবি ইসরোর। পুরনো ভুল সংশোধন করে এই চন্দ্রাভিযান নিয়ে বেশ আশাবাদী ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর বিজ্ঞানীদের দাবি, চাঁদের বুকে ‘আসল কাজ’ শুরু হবে এবার রোভার প্রজ্ঞানের। চাঁদ মামার কাছে পৌঁছল ভারতমাতার মহাকাশযান।