TRENDING:

Chandrayaan 3: ফের এল টাটকা তাজা চাঁদের ছবি, মিশন কি শুধু ফটো তুলতেই গেছে, নাকি আছে বড় দায়িত্ব

Last Updated:

Chandrayaan 3: ISRO-এর ওয়েবসাইট অনুসারে, অবতরণের পরে, প্রজ্ঞান রোভারটি ১৪ দিন ধরে চাঁদে  ঘুরে বেড়াবে এবং তথ্য সংগ্রহ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  চাঁদ নিয়ে বিজ্ঞানীরা রিসার্চের নানা রসদ যেমন খোঁজেন তেমনিই সাধারণ মানুষেরও চাঁদ  নিয়ে কৌতূহলের শেষ নেই৷ আর সেই পাবলিক ডিমান্ড মেনেই যেন ইসরো চন্দ্রযান ৩ মিশনে তোলা চাঁদের নিত্য-নতুন ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করছে৷
২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডার অবতরণের পর, এতে উপস্থিত রোভার প্রজ্ঞান অবিলম্বে কাজ শুরু করবে-
২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডার অবতরণের পর, এতে উপস্থিত রোভার প্রজ্ঞান অবিলম্বে কাজ শুরু করবে-
advertisement

Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates

চন্দ্রযান-৩ চাঁদের পিঠে নামাক  ল্যান্ডিংয়ের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একইসঙ্গে রাশিয়ার চন্দ্র অভিযান লুনা-২৫ ব্যর্থ হওয়ার পর এখন ভারত গ্লোবাল লিডার হওয়ার দৌড়ে একটু এগিয়ে গেছে৷ সারা বিশ্বের আশা চন্দ্রযান-৩-এর ওপর। ভারতের চন্দ্রযান-৩ ২৩ অগাস্ট চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে৷ কিন্তু চন্দ্রযান ৩ কাজ কি শুধুমাত্র চাঁদের ছবি তুলে পাঠানো? কোটি-কোটি মানুষের মনে এটাই প্রশ্ন চন্দ্রযান ৩ চাঁদে গিয়ে ঠিক কী করবে।

advertisement

২৩ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের সফট ল্যান্ডিং যদি সফলভাবে হয় তাহলে রোভার প্রজ্ঞান সঙ্গে সঙ্গে নিজের কাজ শুরু করে দেবে। চাঁদের বুক থেকে তথ্য চলে আসবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা -ইসরো-র কাছে।  ইসরো এই তথ্য বিশ্লেষণের জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে। এ জন্য বিভিন্ন বিজ্ঞানীর একটি দল প্রস্তুত রয়েছেন৷

advertisement

আরও পড়ুন –  Indian Cricket Team: হার্দিকের হাওয়ায় ভাসার দিন ফিনিশ! আজ নির্বাচন কমিটির মেগা বৈঠকে পড়তে পারে কোপ

দেখে নিন চন্দ্রযান ৩ সাম্প্রতিক যে ছবি পাঠিয়েছে সেগুলি৷ ইসরো নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই ছবিগুলি সকলের জন্য শেয়ার করেছে৷

advertisement

ISRO- র প্ল্যানিং

চন্দ্রযান ৩  যে ডেটা পাঠাবে তার উপর ভিত্তি করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংস্থাকে সেই ডেটা পাঠাবে। ২০০৮ সালে, চন্দ্রযানের পাঠানো ডেটা নাসা আগেই ঘোষণা করেছিল। সেই কারণেই এবার প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না ইসরো।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ISRO-এর ওয়েবসাইট অনুসারে, অবতরণের পরে, প্রজ্ঞান রোভারটি ১৪ দিন ধরে চাঁদে  ঘুরে বেড়াবে এবং তথ্য সংগ্রহ করবে। এটির দুটি যন্ত্রের মধ্যে একটি, আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার (এপিএক্সএস), চন্দ্র পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করবে। দ্বিতীয়টি লেজার ইনডুসড ব্রেকডাউন স্পেক্টোস্কোপ (LIBS) যা চাঁদের পিঠের যে কোনও ধাতু অনুসন্ধান করবে এবং শনাক্ত করবে। ISRO-এর মতে, দুটি ডিভাইসের প্রযুক্তি  আলাদা এবং দায়িত্বও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan 3: ফের এল টাটকা তাজা চাঁদের ছবি, মিশন কি শুধু ফটো তুলতেই গেছে, নাকি আছে বড় দায়িত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল