Indian Cricket Team: হার্দিকের হাওয়ায় ভাসার দিন ফিনিশ! আজ নির্বাচন কমিটির মেগা বৈঠকে পড়তে পারে কোপ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team: প্রধান নির্বাচক অজিত আগারকার হার্দিক পান্ডিয়ার বিষয়ে কড়া কোনও সিদ্ধান্তের রাস্তাতেও হাঁটতেই পারেন৷
T20 ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ আসতে চলছে। তিনি যদি ভেবে নিয়ে থাকেন অধিনায়ক হিসেবে বিসিসিআইয়ের হাতে তিনিই একমাত্র বিকল্প অসুবিধা বাড়তে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হারের পর নির্বাচকরা তাদের বিকল্প প্রস্তুত রেখেছেন। এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন সোমবার ২১ অগাস্ট বেছে নেওয়া হবে। সেখানেই প্রধান নির্বাচক অজিত আগারকার হার্দিক পান্ডিয়ার বিষয়ে কড়া কোনও সিদ্ধান্তের রাস্তাতেও হাঁটতেই পারেন৷- AP
advertisement
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। একই সঙ্গে ওয়ানডে দলেও তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপের আগে চোটের কারণে বাইরে থাকা এই সিনিয়র ক্রিকেটাররা ফিরে আসছেন এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়া হচ্ছে। AP
advertisement
আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ফাস্ট বোলারকে বেছে নেন নির্বাচকরা। প্রায় এক বছর দলের বাইরে থাকার পর জাসপ্রীত বুমরাহ দলে ফেরেন এবং অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড সফরে যান। নির্বাচকদের এই সিদ্ধান্তই বুঝিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে টিম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়ার বিকল্প তৈরি রাখছে৷ যা অসুবিধা বাড়চ্ছে হার্দিকের। (Team India instagram)
advertisement
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি দলের সদস্য নন অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে, হার্দিক পান্ড্যকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল তবে আনুষ্ঠানিকভাবে তাকে এখনও অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়নি। এখন যেহেতু জসপ্রিত বুমরাহ ফিরে এসেছেন, নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন ওয়ানডে সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক। AP
advertisement
আগামী ২১ অগাস্ট সোমবার এশিয়া কাপ ও আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দল নির্বাচন করা হবে। দুটিই ওয়ানডে ফরম্যাট, তাই সবার চোখ থাকবে দলের অধিনায়কের নামের দিকে। জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে দলের সহ-অধিনায়ক ছিলেন এবং টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন। ফলে তিনি ফিরে আসায় ওয়ানডেতে সহ-অধিনায়কের পদ থেকে হার্দিক পান্ডিয়াকে সরানো হতে পারে। AP
advertisement
advertisement
এশিয়ান গেমসে রতুরাজ গায়কওয়াড়কে অধিনায়ক করা হলেও জসপ্রীত বুমরাহ দলে আসার পর আয়ারল্যান্ড সফরে অধিনায়ক নির্বাচিত হন তিনিই। সামনের কিছুদিনে রোহিত শর্মার জায়গায় বুমরাহকেই ওডিআইতে নেতৃত্ব দেওয়াতে চাইছে থিঙ্কট্যাঙ্ক। হয়তো টি-টোয়েন্টিতেও তাঁর অভিজ্ঞতা বিবেচনা করে তাকেই অধিনায়ক করার দিকেও হাঁটবে নির্বাচন কমিটি এমনটাই ওয়াকিবহাল মহল সূত্রে খবর৷ AP