রোভারের সঙ্গে থাকবে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্যসংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে।
আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম ছুঁয়ে ফেলল চাঁদের জমি, ঐতিহাসিক কীর্তি ভারতের
advertisement
চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিন। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও পেল ইসরো। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে চাঁদে নামবে রোভার। ইসরোর খোঁজ রয়েছে একাধিক প্রশ্নের।
আরও পড়ুন: এতটা পথ পেরিয়ে চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম, এখন তার বিশ্রাম নেওয়ার পালা! কতক্ষণ, কেন? জানুন
লক্ষ লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কী ভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের জমি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান। আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু রয়েছে তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করে তথ্য পাঠাবে রোভার। এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি।