এক্স হ্যান্ডেলে ইসরো ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে ল্যান্ডার বিক্রমের ইমেজার ক্যামেরায় রোভার প্রজ্ঞান ধরা পড়েছে। ভিডিও শেয়ার করে ইসরোর তরফে লেখা হয়েছে যেন, চাঁদমামার উঠোনে ঘুরে ঘুরে খেলছে রোভার। আর কড়া নজরদারি চালাচ্ছে ল্যান্ডার ইমেজার। যেন এক শিশুর উপর মায়ের নজরদারি।
আরও পড়ুন: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন
মুহূর্তে ভাইরাল হয়েছে চন্দ্রযান ৩-এর চাঁদ থেকে পৃথিবীতে আসা এমন বিরল ভিডিও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়েছে যে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার, অক্সিজেন এবং অন্যান্য উপাদানের উপস্থিতি রোভারের পেলোডের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। হাইড্রোজেন অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। গত বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। গত বৃহস্পতিবার সকালে তার পেট থেকে বেরিয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও। ইসরোর বিজ্ঞানীদের সমস্ত প্রশ্নের জবাব দিতে তৈরি হয়ে কাজ শুরু করেছে বিক্রম ও প্রজ্ঞান। এরই মধ্যে আরও সুখবর নিয়ে এল এদিনের এই ভিডিও।