TRENDING:

Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর কাউন্টডাউন শুরু, অবতরণ নিয়ে ইসরোর বড় আপডেট! জেনে নিন

Last Updated:

Chandrayaan 3: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ দিকে অবতরণ করবে চন্দ্রযান ৩। সফল অবতরণ করলেই ইতিহাসে নাম লেখাবে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ দিকে অবতরণ করবে চন্দ্রযান ৩। সফল অবতরণ করলেই ইতিহাসে নাম লেখাবে ভারত। ইসরোর এক উর্ধ্বতন কর্তা জানিয়েছেন, “অবতরণের ঠিক ২ ঘণ্টা আগে চন্দ্রযান ৩ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।”
advertisement

এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই এসেছে আরও একটি খবর। চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউল চন্দ্রযান ২ অরবিটারের সঙ্গে সফলভাবে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (এলএইচডিএসি) থেকে তোলা চাঁদের চারপাশের ছবিও শেয়ার করেছে ইসরো। এসেছে বড় আপডেট।

Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates

advertisement

আরও পড়ুনঃ লক্ষ্য ছিল ভারতের আগে চাঁদের মাটি স্পর্শের, শেষ রক্ষা হল না! থমকে গেল রাশিয়ার লুনা-২৫

সোমবার বিকেল ৩টে নাগাদ ইসরো ট্যুইট করে জানায়, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার সফলভাবে চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। পাশাপাশি চাঁদের কিছু ছবিও শেয়ার করেছে ইসরো। সঙ্গে বলা হয়েছে, এই ছবিগুলি অবতরণের এলাকা শনাক্ত করতে সাহায্য করবে।

advertisement

ইসরো জানিয়েছে, বুধবার বিকেল ৫.২০ মিনিট থেকে অবতরণের লাইভ টেলিকাস্ট শুরু হবে। ইতিমধ্যে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দেখা করে চন্দ্রযান ৩-এর অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, ‘সমস্ত সিস্টেম সঠিকভাবে কাজ করছে। বুধবারের জন্য সকলে প্রস্তুত’।

সংবাদমাধ্যমে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, ‘আগামী দু’দিন চন্দ্রযান ৩-এর অবস্থা এবং অবস্থানের উপর কড়া নজর রাখা হবে। চূড়ান্ত অবতরণ ক্রম এবং লোড পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চন্দ্রযান-৩ ল্যান্ডারের চন্দ্রযান-২ অরবিটার এবং ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক (আইডিএসএন) উভয়ের সঙ্গেই যোগাযোগ করার ক্ষমতা রয়েছে। বিক্রম ল্যান্ডারের সঙ্গে একটি ২৬ কেজির রোভারও রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-ইসরো, আহমেদাবাদের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেছেন, ‘বুধবার আনুষ্ঠানিক টাচডাউনের দুই ঘণ্টা আগে ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য এবং চাঁদের অবস্থার উপর ভিত্তি করে অবতরণে এগিয়ে যাওয়া উপযুক্ত কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রতিকূল পরিস্থিতি দেখলে ২৭ অগাস্ট পর্যন্ত অবতরণ স্থগিত করা হবে’।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর কাউন্টডাউন শুরু, অবতরণ নিয়ে ইসরোর বড় আপডেট! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল