চলতি মাসে গোটা বিশ্বে আত্মপ্রকাশ করতে চলেছে কয়েকটি মডেল। এর মধ্যে থাকতে পারে Skoda Superb Sedan এবং Renault-এর ফ্ল্যাগশিপ SUV Duster। তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন গাড়ি বাজারে আসতে চলেছে।
Tata Punch EV: নিজেদের সবথেকে ছোট ইলেকট্রিক SUV Punch বাজারে আনতে চলেছে Tata Motors। ওই বহু প্রতীক্ষিত লঞ্চের আগে একাধিক বার Tata Punch টেস্ট করতে দেখা গিয়েছে। সংস্থার তরফে নিশ্চিত করে আগেই জানানো হয়েছিল যে, তারা আগামী বছরের গোড়ার মধ্যেই ৪টি নতুন ইভি বাজারে আনতে চলেছে। এর মধ্যে অন্যতম হল Punch EV। আর এই বৈদ্যুতিক গাড়ি বাজারে এলে সেটাই হয়ে উঠবে বিশ্বের সবথেকে সাশ্রয়ী ইলেকট্রিক এসইউভি।
advertisement
Mercedes-Benz GLE Facelift SUV: জার্মান এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা চলতি বছরে এক নয়া অবতারে আর একটি ফ্ল্যাগশিপ এসইউভি লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। Mercedes-Benz ২ নভেম্বর Mercedes-Benz GLE FAcelift SUV লঞ্চের কথা নিশ্চিত করেছিল। সেটাই হয়েছে। মনে করা হচ্ছে, এই গাড়ি Audi Q7, BMW X5, Volvo XC90-র সঙ্গে জোর টক্কর নিতে পারে। নতুন ভ্যারিয়েন্টে থাকছে একটি নতুন বাম্পার, আপডেটেড এলইডি আলো, নতুন অ্যালয় হুইল ইত্যাদি।
Mercedes-AMG C43: নতুন GLE ছাড়াও Mercedes আরও একটি পারফরমেন্স গাড়ি বাজারে আনছে। আর সেটি হল AMG C43। সি-ক্লাসের স্পোর্টিয়ার ভ্যারিয়েন্টে থাকবে ২-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি ৩৯৭ বিএইচপি শক্তি উৎপাদনে সক্ষম। আর এর পিক টর্ক হল ৫০০ এনএম।
আরও পড়ুন, ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
আরও পড়ুন, এখনই গ্রেফতার নয় গৌতম পালকে… পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
Renault Duster: ৫-সিটার কমপ্যাক্ট এসইউভি এক সময় ভারতে এই সেগমেন্ট দাপিয়ে বেড়িয়েছে। এবার এক নতুন অবতারে বিশ্ববাজারে কামব্যাক করতে চলেছে এটি। আগামী ২৯ নভেম্বর, ২০২৩ তারিখে Renault Duster লঞ্চ হওয়ার কথা। নতুন প্রজন্মের এই Duster SUV-তে থাকবে ১.৩ লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন।
Skoda Superb: গত ২ নভেম্বর গোটা বিশ্বের বাজারে আত্মপ্রকাশ করল Skoda Superb। স্কোডা-র এমকিউবি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে চতুর্থ প্রজন্মের এই গাড়ি তৈরি করা হয়েছে। এতে থাকবে ম্যাট্রিক্স এলইডি প্রযুক্তি-সহ আরও স্লিম হেডলাইট। এর পাশাপাশি এই গাড়িতে মিলবে টিএসআই পেট্রোল, টিডিআই ডিজেল এবং প্লাগ-ইন ইঞ্জিন। ভারতের বাজারেও খুব শীঘ্রই Superb লঞ্চ করবে Skoda। যদিও তার অফিসিয়াল দিনক্ষণ জানা যায়নি।