যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সম্প্রতি ICANN-এর কাছে চিঠি লিখে দাবি করেছিল, যাতে রাশিয়ার সমস্ত সার্ভার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সে দাবি মানা হয়নি, ICANN-এর অধিকর্তা স্পষ্ট জানিয়েছেন এ ধরনের অনুরোধ মেনে নেওয়া সম্ভব নয়। কারণ, এমনটা হলে ভবিষ্যতের বিশ্ব ইন্টারনেট মানচিত্রে এক ভয়ঙ্কর নজির স্থাপিত হবে।
ইউক্রেনের উপ-প্রধানমমন্ত্রী এবং ডিজিটাল ট্রান্সফর্মেশন দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গোরান মার্বেইকে লেখা চিঠিতে ICANN –এর CEO জানান, ICANN তার নীতি অনুযায়ী একতরফা এই (রাশিয়ার) ডোমেনগুলি (domains) বিচ্ছিন্ন করে দিতে পারে না। ফলে আপনার অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। একটি দেশের অনুরোধে অন্যদেশের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে আমরা হস্তক্ষেপ করতে পারি না। এমনটা হলে বিশ্বস্ততা এবং উপযোগিতার উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে গোটা বিশ্বে।
advertisement
গোরানের তরফ থেকে যে অনুরোধ করা হয়েছিল নিঃসন্দেহে তা স্পষ্ট। কিন্তু I
আরও পড়ুন: অনলাইন ট্রানজাকশন দারুণ কাজের, মোবাইল ওয়ালেট সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি জানেন?
CANN-র নেওয়া সিদ্ধান্তও বাস্তব সম্মত। ইন্টারনেট আসলে একটি উন্মুক্ত ব্যবস্থা যা বিশ্বমানবের উপকারে লাগতে পারে, সেটাই তার উদ্দেশ্য।
কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার বর্তমান হামলার প্রেক্ষিতে রাশিয়ার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু এমন ক্ষেত্রে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাতে ভবিষ্যতে এমন বহু দেশই দাবি করবে বলে জানিয়েছে ICANN।
আরও পড়ুন: পেট্রোলের খরচ নেই, লাগবে না লাইসেন্স! এই স্কুটার কিনে নিলে আর চিন্তা নেই
ICANN-র প্রধান কাজ হল ইন্টারনেট ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত করা। শুধু তাই নয়, তার স্থিতি এবং কার্যক্ষমতা সুনিশ্চিত করার জন্য সুষ্টু নীতি নির্ধারণ করাই এই সংস্থার কাজ। যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রাখলেও বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে ICANN, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।