জানা গিয়েছে যে ইউজারদের যদি কোনও প্রোফাইল পছন্দ হয়, তাহলে তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘কমপ্লিমেন্ট’ পাঠাতে পারবেন। প্রোফাইল প্রম্পট, বায়ো, ইমেজ- যে কোনও কিছুর ক্ষেত্রেই পাঠানো যেতে পারে এই ‘কমপ্লিমেন্ট’। Bumble আপাতত ইউজারদের প্রতি প্রোফাইল পিছু সপ্তাহে দুটি করে ‘কমপ্লিমেন্ট’ পাঠানোর সুযোগ দিচ্ছে।
ডেটিং অ্যাপের বক্তব্য, এই ‘কমপ্লিমেন্ট’ সম্পর্ক গড়ার সহায়ক হবে। একদিক থেকে দেখলে ধারণা নেহাত ভুল নয়। কারও সঙ্গে কথোপকথনের চেষ্টা করলে তিনি প্রত্যুত্তর না-ই দিতে পারেন। কিন্তু একনাগাড়ে ‘কমপ্লিমেন্ট’ আসতে থাকলে মন নরম হওয়ার একটা জায়গা তৈরি হলেও হতে পারে। কেন না, বিষয়টা খুব বেশি করে প্রমাণ করে দেয় যে অপর পক্ষ যোগাযোগ তৈরিতে সত্যিই আগ্রহী!
advertisement
আরও পড়ুন: ১০,০০০ টাকা সস্তা হয়েছে OnePlus-এর এই স্মার্টফোন! কিনতে চান? জেনে নিন ফিচার
ভাল পদক্ষেপ, সন্দেহ নেই! কিন্তু প্রশ্নটা উঠছে অন্য জায়গায়। Bumble-এর অধিকাংশ ইউজার পুরুষ, এই ‘কমপ্লিমেন্ট’ এক্ষেত্রে নারীদের উত্যক্ত করার হাতিয়ার হয়ে উঠবে না তো? সব প্রশংসাই যে সৎ উদ্দেশ্যে করা হয় না, একথা নারীদের চেয়ে ভাল আর কে জানেন! তাছাড়া যাঁকে কোনও ভাবেই পছন্দ হওয়ার নয়, তাঁর কাছ থেকে ক্রমাগত ‘কমপ্লিমেন্ট’ আসতে থাকলে সেটা বিরক্তির কারণ হয়ে উঠবে না? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এই সব প্রশ্ন।
আরও পড়ুন: আসছে Realme-র ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! ফিচার থেকে দাম, জেনে নিন সব খুঁটিনাটি
Bumble কিন্তু ব্যাপারটা সদর্থক ভাবেই দেখছে। সংস্থার ভারতীয় শাখার কমিউনিকেশন ডিরেক্টর সমর্পিতা সমাদ্দার যেমন বলছেন যে তাঁরা এই ‘কমপ্লিমেন্ট’ ফিচারটিকে ইতিবাচকতা এবং ভদ্র স্বভাবের পরিচায়ক বলেই মনে করেন। ফলে, এর থেকে সিঁদুরে মেঘের আনাগোনার বিষয়টি নিয়ে তাঁরা অন্তত এখনই ভাবতে নারাজ।
আর একটা কথা Bumble অবশ্য বলেনি! কিন্তু সেই সুযোগটাও তো আছে হাতেই- যে যত ‘কমপ্লিমেন্ট’-ই পাঠান না কেন, এড়িয়ে গেলেই হল! উপেক্ষার চেয়ে বড় ভদ্রতা আর কী আছে!
