আরও পড়ুন:এক নজরে দেখে নিন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সেরা প্ল্যান, কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা!
Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে ২.৫ডি প্লেট ফ্রেম এবং এটি প্রায় ৮.০ এমএম মোটা।
Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-এর পেছনে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দেওয়া হয়েছে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য।
advertisement
Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি, যা এই ফোনটিকে শক্তিশালী করে তুলেছে। Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T তে রয়েছে ১৮ডাবলু (18W) ফাস্ট চার্জ। এছাড়াও Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইউজারদের সুরক্ষার কথা ভেবে Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে দেওয়া হয়েছে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা অন্যান্য ফোনের থেকে এই ফোনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-এর ওজন হল প্রায় ১৮২ গ্রাম। Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T-তে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই আকর্ষণীয় ও অত্যাধুনিক ফিচার যুক্ত Vivo Y33T ফোনটির দাম অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই কম করা হয়েছে। ভারতের বাজারে Vivo কোম্পানির নতুন ফোন Vivo Y33T পাওয়া যাচ্ছে ১৮,৯৯০ টাকায়।