বিএসএনএল-এর ১১৯৮ টাকার প্ল্যান—
রত সঞ্চার নিগম লিমিটেডের ১১৯৮ টাকার প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের জন্য। ১১৯৮ টাকার এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ৩ জিবি করে ডেটার সুবিধা পাবেন। ১১৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা কলিং-এর জন্য পাবেন ৩০০ মিনিট। এ ছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই লেটেস্ট প্ল্যানে গ্রাহকরা ৩০ টি বিনামূল্যে এসএমএসের সুবিধা পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ১১৯৮ টাকার এই প্ল্যানের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, সকল সুবিধা ৩০ দিন পর স্বয়ংক্রিয় ভাবে রিনিউ হয়ে যাবে।
advertisement
৪৩৯ টাকার প্ল্যান—
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই ৪৩৯ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিনের জন্য। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যান সেই সকল গ্রাহকেরদের জন্য খুবই উপকারী যাঁদের ডেটা ব্যবহারের তেমন প্রয়োজন পড়ে না। বরং ভয়েস কলের প্রয়োজনীয়তা বেশি। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পুরো দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানে গ্রাহকরা কোনও ধরনের ডেটার সুবিধা পাবে না।
আরও পড়ুন: Samsung ফোমো সেলে অবিশ্বাস্য ছাড়! শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়!
২৬৯ এবং ৭৬৯ টাকার প্ল্যান -
এর আগে ভারত সঞ্চার নিগম লিমিটেড ২৬৯ এবং ৭৬৯ টাকার প্ল্যান লঞ্চ করেছিল। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ২৬৯ টাকার প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য। এই প্ল্যানে গ্রাহকরা ২ জিবি ইন্টারনেট ডেটার সুবিধা পাবে। এ ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যেতে Eros Now-এর সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭৬৯ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিনের জন্য। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি অর্থাৎ ৯০ দিনের জন্য ১৮০ জিবি ডেটার সুবিধা পেয়ে থাকেন। এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যেতে Eros Now-এর সাবস্ক্রিপশন পেয়ে থাকেন।