পর্ণ বা নিষিদ্ধ সাইটে বল্ক করার অভিনব উদ্যোগ নিয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সায়েন্সেসের নিউরোলজিস্ট ডঃ বিজয়নাথ মিশ্র এবং তাঁর সহকারীরা। পাশাপাশি এরকম কোনও লিঙ্কে মোবাইল থেকে ক্লিক করলে ভবিষ্যতে তা চিরতরে ব্লকও করে দেওয়া হবে ৷
অনেকসময় না জেনেও ভুল লিঙ্কে ক্লিক করে অপ্রস্তুত হয়ে পড়তে হয় ৷ তবে এখন আর চিন্তা নেই ৷ কারণ নিষিদ্ধ লিঙ্কে ক্লিক করে বেজে উঠবে ভক্তিমূলক গান ৷
advertisement
এই অ্যাপটি প্রায় ৩৮০০ টি সাইট ব্লক করতে সক্ষম ৷ ভবিষ্যতে আরও আপডেট করা হবে অ্যাপটি ৷ তখন ব্লক করার ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। আপনাকে কেবল ডাউনলোড করেই রেজিস্টার করতে হবে। তারপর বাকি কাজ করে নেবে এই অ্যাপটিই। এরপর থেকে নিষিদ্ধ ওয়েবসাইটটি তো খুলবেই না। দ্বিতীয়ত, শুরু হয়ে যাবে ভক্তিগীতি।
advertisement
Location :
First Published :
November 17, 2017 10:52 AM IST