TRENDING:

Bharti Airtel: যত খুশি ডেটা ব্যবহার করুন! Bharti Airtel-এর এই প্রিপেড প্ল্যানগুলি দারুণ সস্তা! জানুন

Last Updated:

Bharti Airtel : এই ধরনের ডেটার ব্যবহারের ফলে এই প্ল্যান ব্যবহারকারীদের কাছে খুবই আকর্ষণীয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Bharti Airtel: ভারতী এয়ারটেল গ্রাহকদের বিভিন্ন দামের প্রিপেড প্ল্যান অফার করে থাকে। বিভিন্ন ধরনের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই মূলত এই প্ল্যানগুলি আনা হয়। আর এই প্ল্যানগুলি হল কোনও দৈনিক সীমা ছাড়াই ডেটা প্ল্যান বা সহজভাবে বললে, ‘বাল্ক ডেটা’ প্ল্যান। এই প্ল্যান গ্রাহকদের বান্ডেল করা ডেটা সুবিধা থেকে তাঁদের পছন্দের যে কোনও সময়ে যতটা ডেটা ব্যবহার করতে দেয়। এই ধরনের ডেটার ব্যবহারের ফলে এই প্ল্যান ব্যবহারকারীদের কাছে খুবই আকর্ষণীয়। যাঁরা বাল্ক ডেটা প্ল্যান খুঁজছেন বা কোনও দৈনিক সীমা ছাড়াই ডেটা প্ল্যানের খোঁজ করছেন, তাঁদের এক নজরে দেখে নেওয়া উচিত Bharti Airtel-এর এই প্ল্যানগুলি।
advertisement

এয়ারটেলের ২৯৬ টাকার প্রিপেড প্ল্যান:

Airtel এর ২৯৬ টাকার প্রিপেড প্ল্যান হল এন্ট্রি-লেভেল ডেটা প্ল্যান, যার কোনও দৈনিক সীমা নেই। যাঁরা কোনও দৈনিক ডেটা ব্যবহারের সীমা ছাড়াই ডেটা ব্যবহার করতে চান, তাঁরা এই প্ল্যানটি বেছে নিতে পারেন। Airtel-এর ২৯৬ টাকার প্ল্যান ব্যবহারকারীদের আনলিমিটেড লোকাল, STD, এবং রোমিং কলের সঙ্গে প্রতিদিন ১০০টি SMS এবং ২৫ GB ডেটা প্রদান করে। ডেটা সীমা শেষ করার পরে, ৫০p/MB মূল্য-ভিত্তিক চার্জ প্রযোজ্য, যার মেয়াদ ৩০ দিন।

advertisement

আরও পড়ুন: পুরুষদের স্তন ক্যানসার ভয়াবহ হতে পারে! এই সব উপসর্গ আপনার নেই তো? জানুন

Thanks Rewards এর অংশ হিসেবে, এয়ারটেল ব্যবহারকারীরা ৫জি নেটওয়ার্ক উপলব্ধতা-সহ এলাকায় সীমাহীন ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। এছাড়াও তাঁরা ৩ মাসের Apollo ২৪/৭ সার্কেল মেম্বারশিপ, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এ অ্যাক্সেস উপভোগ করতে পারবেন।

advertisement

এয়ারটেলের ৪৮৯ টাকার প্রিপেড প্ল্যান:

Airtel-এর ৪৮৯ টাকার প্ল্যান হল Airtel ব্যবহারকারীদের জন্য পরবর্তী বিকল্প, যা সীমাহীন ভয়েস কল, ৫০জিবি ডেটা (৫০p/MB পোস্ট সীমার মান-ভিত্তিক চার্জ সহ) এবং ৩০০ SMS, সবই ৩০ দিনের জন্য বৈধ। Thanks Rewards এর অংশ হিসেবে এলাকায় সীমাহীন ৫জি ডেটা, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ৩-মাসের Apollo ২৪/৭ সার্কেল সদস্যতা, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এ অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে।

advertisement

এয়ারটেলের ৫০৯ টাকার প্রিপেড প্ল্যান:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Airtel-এর ৫০৯ টাকার প্রিপেড প্ল্যানটি ১ মাসের বৈধতার সঙ্গে আসে। এই প্ল্যানটি সীমাহীন ভয়েস কল, ৬০জিবি ডেটা (৫০p/MB পোস্ট সীমার মান-ভিত্তিক চার্জ-সহ), এবং ৩০০ SMS অফার করে। এই সবগুলি ১ মাসের জন্য বৈধ। Thanks Rewards এর অংশ হিসেবে এলাকায় সীমাহীন ৫জি ডেটা, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ৩ মাসের Apollo ২৪/৭ সার্কেল মেম্বারশিপ, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এ অ্যাক্সেস অন্তর্ভুক্ত করে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bharti Airtel: যত খুশি ডেটা ব্যবহার করুন! Bharti Airtel-এর এই প্রিপেড প্ল্যানগুলি দারুণ সস্তা! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল