নতুন বছরের শুরুতে আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার আসতে চলেছে ভারতে। ২০২৪ সালের ৯ জানুয়ারি লঞ্চ করছে Bajaj-এর Chetak। পরিচিত স্কুটারের ডিজাইন থেকে কারিগরি, সবেতেই কিছু পরিবর্তন আসতে চলেছে।
তবে এই প্রথম নয়, এমাসের শুরুতেই সংস্থার তরফে Chetak Urbane-এর আবরণ উন্মোচন করা হয়েছিল। এবার আসতে চলেছে Chetak Premium। মনে করা হচ্ছে, স্কুটারটির টপ-টায়ারে কিছু অতিরিক্ত সংযোজন হতে চলেছে।
advertisement
আরও পড়ুন- পেট্রোল ফুরোলেও চিন্তা নেই! খালি ট্যাঙ্কেই দুর্দান্ত মাইলেজে চলবে এই মোটরবাইক
সংস্থা তরফে কিছু না বলা হলেও কিছু কিছু ফিচার ফাঁস হয়েছে। আর তা থেকেই মনে করা হচ্ছে, Urbane মডেলের থেকে এটি বেশ খানিকটা আলাদা হবে, অন্তত ফিচার আপগ্রেডেশনের দিকে থেকে তো বটেই। সব থেকে বড় বিষয় যেটি মনে করা হচ্ছে, তা হল এতে থাকতে পারে ৩.২ kWh ব্যাটারি, যা একবার চার্জ চলতে পারে প্রায় ১২৭ কিলোমিটার।
একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগতে পারে প্রায় সাড়ে ৪ ঘণ্টা। Bajaj Chetak-এর বর্তমান মডেলটির ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। সেখানে আসন্ন Chetak Premium প্রতি ঘণ্টায় ৭৩ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবে বলে মনে করা হচ্ছে।
আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে স্ক্রিনে। নতুন স্কুটারে রাউন্ড LED স্ক্রিনের পরিবর্তে দেওয়া হতে পারে TFT স্ক্রিন। এই উন্নত ডিসপ্লে-তে থাকবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম বা TPMS। তাছাড়া, রিমোটের সাহায্যে লক-আনলক করা যাবে, থাকবে ব্লু-টুথ সংযোগ-সহ অনেক সুবিধা।
আরও পড়ুন- বাইক ২৫ হাজার কিমি চালিয়ে ফেলেছেন? এবার বড় কাজ বাকি, খেয়াল না করলে বিপদ
সুবিধা বাড়তে চলেছে স্টোরেজের ক্ষেত্রেও। যদিও কোনও ফিচারই এখনও সংস্থার তরফে নিশ্চিত করা হয়নি, তবে ফাঁস হওয়া তথ্য সত্যি হলে Bajaj-এর Chetak Premium -এ থাকতে পারে আরও বড় স্টোরেজ। তার ক্ষমতা হতে পারে ১৮ থেকে ২১ লিটার।
মূলত আসনের নিচেই রাখা হবে এই স্টোরেজ। ফলে সব দিক থেকেই দূরপাল্লার যাত্রায় সাহায্য করবে এই ইলেকট্রিক স্কুটার।