TRENDING:

Apple September Event: iPhone 14 সিরিজের সঙ্গে কী কী নতুন লঞ্চ হতে পারে, জেনে নিন এক নজরে

Last Updated:

Apple September Event: কবে আসছে iPhone 14? লঞ্চ ইভেন্টের দিনক্ষণ জানিয়ে দিল Apple

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Apple September Event: প্রায় তিন বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে Apple-এর মেগা ইভেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে Apple-এর এই বিশেষ অনুষ্ঠান। জানা গিয়েছে যে এই ইভেন্টে Apple লঞ্চ করতে পারে বেশ কিছু নতুন পণ্য। এর মধ্যে রয়েছে Apple-এর বহু প্রতীক্ষিত iPhone 14 সিরিজ। এ ছাড়াও Apple-এর বেশ কিছু ডিভাইস লঞ্চ করা হতে চলেছে এই অনুষ্ঠানে। এক নজরে দেখে নিন কোন কোন ডিভাইস নিয়ে চলছে জল্পনা—
advertisement

iPhone 14 Pro Max – 

সেপ্টেম্বর মাসের ৭ তারিখে Apple-এর তরফে লঞ্চ করা হতে পারে নতুন চারটি iPhone। এর মধ্যে iPhone 14 Pro Max ভার্সন সবচেয়ে দামি ফোন হতে চলেছে। এই ফোনে ব্যবহার করা হতে চলেছে A 16 বায়োনিক প্রসেসর।

iPhone 14 Pro –

Apple-এর iPhone Pro এবং Pro Max মডেলের মধ্যে খুবই কম পার্থক্য রয়েছে। iPhone 14 Pro-এ ব্যবহার করা হতে পারে ৬.১ ইঞ্চির ডিসপ্লে এবং iPhone 14 Pro Max-এ ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

iPhone 14 ‘Max’ –

জানা গিয়েছে যে Apple Mini সিরিজের ফোন লঞ্চ করতে নাও পারে। বরং তার পরিবর্তে Apple নিয়ে আসতে পারে নতুন Pro এবং নতুন Max ভার্সন। এ ছাড়াও তারা নিয়ে আসতে চলেছে একটি ভ্যানিলা ভার্সন। যার ডিসপ্লে Pro ম্যাক্সের মতোই বড় হতে চলেছে।

advertisement

iPhone 14 ‘vanilla’ –

বিগত তিন বছরে এই ভ্যারিয়েন্ট সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। iPhone 14 সিরিজের এই ভ্যারিয়েন্ট নিয়ে আসা হতে চলেছে। iPhone 14 সিরিজের এই ভ্যানিলা ভ্যারিয়েন্টে থাকতে পারে ফ্ল্যাগশিপ প্রসেসর। যা এই ফোনের সবথেকে বড় সম্পদ।

Apple Watch Series 8 ‘Pro’ –

advertisement

সেপ্টেম্বরের অনুষ্ঠানে Apple লঞ্চ করতে পারে তাদের Pro সিরিজের নতুন স্মার্টঘড়ি Apple Watch। যা হতে চলেছে সম্পূর্ণ রূপে ফিটনেস রিলেটেড।

Apple Watch Series 8 –

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই Apple লঞ্চ করতে পারে Apple Watch 8 সিরিজের নতুন ঘড়ি। যার মধ্যে থাকতে পারে বডি টেম্পারেচার সেন্সর এবং আরও অনেক কিছু।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

Apple Watch SE –

জানা গিয়েছে যে Apple Watch 3 সিরিজের বদলে নিয়ে আসা হতে চলেছে এই SE সিরজের Apple Watch।

Apple AirPods Pro 3 –

এই অনুষ্ঠানে Apple লঞ্চ করতে পারে তাদের নতুন Apple AirPod Pro 3। ওয়াকিবহাল মহলের ধারণা এ বারের অনুষ্ঠানে এটিই হতে পারে Apple-এর সব থেকে বড় চমক।

iOS 16 –

সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে Apple লঞ্চ করতে পারে তাদের উন্নত iOS 16 ।

watchOS 9 –

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Apple-এর নতুন ঘড়িতে ব্যবহার করা হতে পারে এই watchOS9। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে Apple লঞ্চ করতে পারে এই ফিচার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple September Event: iPhone 14 সিরিজের সঙ্গে কী কী নতুন লঞ্চ হতে পারে, জেনে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল