মনে করা হচ্ছে ওই বিশেষ অনুষ্ঠানে iPhone SE-সিরিজের একটি বিশেষ মডেল লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ওই মডেলে থাকবে 5G কানেক্টিভিটি। এ ছাড়া একটি নতুন iPad air মডেলও লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। এটি অবশ্য ২০২০ সালের মডেলটির মতোই দেখতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোথায়, কখন দেখা যাবে এই অনুষ্ঠান? রইল বিস্তারিত।
advertisement
আরও পড়ুন: দুর্ধর্ষ সেলফি ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইন-সহ বাজারে এল Vivo V23e 5G, টেক্কা দেওয়া মোটেই সহজ নয়
সময়—
Apple-এর এই বিশেষ অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হবে। গত বছরও অতিমারীর কারণে অনলাইনেই অনু্ষ্ঠান করেছিল সংস্থাটি। ভারতীয় সময় ৮ মার্চ রাত ১১.৩০-এ শুরু হবে এই অনুষ্ঠান। চলবে প্রায় ঘণ্টা দেড়েক। কারণ Apple-এর এ ধরনের অনুষ্ঠান এ রকম সময়ই হয়ে থাকে।
কী ভাবে দেখবেন—
৮ মার্চের এই অনুষ্ঠান এ বার একাধিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সরাসরি Apple ইভেন্টস ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে। অথবা, আইফোন, ট্যাবলেট বা বড় স্ক্রিনে Apple TV অ্যাপে গিয়েও দেখতে পারেন৷ এর বাইরে Apple-এর নিজস্ব YouTube পেজেও অনু্ষ্ঠানটি দেখা যাবে।
দেখার মতো কী কী—
Apple-এর এই অনুষ্ঠানে 5G কানেক্টিভিটি-সহ iPhone SE-র নতুন মডেল লঞ্চ করতে চলেছে। সংস্থার আইপ্যাড ২০২০ মডেলের মতো একই ডিজাইনের একটি নতুন 5G iPad Air মডেলের ঘোষণাও করা হবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে 'আরও একটি জিনিস' দেখানো হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। ওয়াকিবহাল মহল মনে করছে এটি Mac-এর mini ভ্যারিয়েন্ট হতে পারে। অথবা, ম্যাকের জন্য অত্যাধুনিক কোনও চিপসেট।