আরও পড়ুনঃ লাফিয়ে লাফিয়ে কমবে বিদ্যুতের বিল! ছোট্ট কাজের অসম্ভব বড় ফল, বাঁচবে মোটা টাকা প্রতি মাসে
Nearby Share কী?
Nearby Share-এর মাধ্যমে অতি সহজেই দুটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে ফাইল পাঠানো যাবে। ব্যবহারকারীর কাছাকাছি থাকলে অনায়াসে তাঁকে ফাইল পাঠানো যাবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যে, যখন দুজন ব্যবহারকারী কাছাকাছি থাকবেন, তখনই ফাইল আদানপ্রদান করা সম্ভব।
advertisement
কীভাবে কাজ করে Nearby Share?
Apple-এর AirDrop-এর মতো পিয়ার-টু-পিয়ার ওয়াই-ফাই তৈরি করার জন্য Nearby Share-ও একটি ব্লুটুথ কানেকশন ব্যবহার করে। যার অর্থ হল, Nearby Share ব্যবহার করার জন্য ওয়াই-ফাই কিংবা ডেটা প্যাকে কানেক্টেড না থাকলেও চলবে। অর্থাৎ ওয়াই-ফাই এবং ব্লুটুথ অন করতে হবে না। ফলে বোঝাই যাচ্ছে যে, এর সবথেকে বড় উপযোগিতা হল, সম্পূর্ণ ভাবে অফলাইন থাকলেও Nearby Share কাজ করবে।
কোন কোন ফোনে ব্যবহার করা যাবে এই ফিচার?
অ্যান্ড্রয়েড ৬.০ অথবা তার উপরের ভার্সনগুলি এই ফিচার সাপোর্ট করবে। কিন্তু Google জানিয়েছে, এই মুহূর্তে ফিচারটি পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। Google Pixel এবং Samsung ফোন Nearby Share সাপোর্ট করবে। অনেকেই এই ফিচার ব্যবহার করার জন্য ফোনে Google Play Services beta ইনস্টল করছেন। আপডেট এলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা ইনস্টল করতে সক্ষম হবেন।
Nearby Share কীভাবে ব্যবহার করা যাবে?
Nearby Share ফিচার ব্যবহার করার জন্য প্রথমে ফোনের Settings-এ যেতে হবে। এরপর স্ক্রোল করে যেতে হবে Google-এ। এবার Device connections-এ ট্যাপ করতে হবে। এরপরেই দেখা যাবে Nearby Share। যখন কাছাকাছি থাকা কাউকে ভিডিও অথবা ছবি করার থাকবে, তখন ফাইল ওপেন করে Share আইকনে ট্যাপ করতে হবে। মনে রাখা আবশ্যক যে, কন্ট্যাক্ট লিস্টে থাকা মানুষদের ক্ষেত্রেই Nearby Share ফিচার ব্যবহার করা যাবে। ফলে বোঝাই যাচ্ছে যে, Nearby Share কিন্তু AirDrop ফিচারের মতো অতটাও সহজ হবে না।