TRENDING:

Phone Memory: অ্যাপ না-উড়িয়েই মিলবে ফোনের স্পেস-সমস্যার সমাধান, অ্যান্ড্রয়েড আনতে পারে নয়া ফিচার!

Last Updated:

Phone Memory: স্পেস সংক্রান্ত সমস্যা হলে আমরা সবার আগে সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিই, যেগুলো খুব একটা ব্যবহার করা হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অ্যান্ড্রয়েড ফোনের স্পেস নিয়ে সমস্যা। এই সমস্যায় বোধহয় প্রায় সব ব্যবহারকারীকেই পড়তে হয়। কিন্তু এ বার সেই মুশকিল আসান করার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্ড্রয়েড। জানানো হয়েছে, স্পেস কমে এলেও কোনও অ্যাপ ডিলিট করার প্রয়োজন পড়বে না। সেই সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র ডাউনলোডও করা যাবে। অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে খবর।
photo source collected
photo source collected
advertisement

আসলে ফোনে স্পেস সংক্রান্ত সমস্যা হলে আমরা সবার আগে সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিই, যেগুলো খুব একটা ব্যবহার করা হয় না। এবার অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনে সেই ঝামেলা পোহাতে হবে না।

গুগলের (Google) দেওয়া তথ্য অনুসারে, অ্যান্ড্রয়েডের তরফে খুব শীঘ্রই আর্কাইভ অ্যাপের অপশন দেওয়া হবে। অ্যাপে থাকা ডেটা কমপ্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবে। আর ব্যবহারকারীর কাছে সেই অ্যাপ আবার এনেবল করারও সুযোগ থাকবে। গুগল এই বিষয়ে সমস্ত রকম অফিসিয়াল তথ্য শেয়ার করেছে। তবে কবে এটা লঞ্চ হবে, তা জানানো হয়নি। সেই সঙ্গে এই বিশেষ ফিচারের নামও ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে, চলতি বছরেরে পরের দিকে যখন অ্যান্ড্রয়েড ১৩ লঞ্চ করা হবে, তখনই এই ফিচারের অফিশিয়াল রিলিজ হবে।

advertisement

গুগল প্লে-র প্রোডাক্ট ম্যানেজার লিডিয়া গেমন্ড এবং ভিকি আমিন জানিয়েছেন, অ্যাপ আনইনস্টল করার একটা বড় কারণ হল, স্পেস বার করা। তাই অপ্রয়োজনীয় আনইনস্টল রুখতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে ব্যবহারকারীরা যাতে নিজেদের ফোনে আরও বেশি স্পেস পান, সেই বিষয়টাও নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন: ঘোড়াকে চুমু খেয়ে বিপদে মডেল! নগ্ন করে ছাড়ল আদরের ঘোড়া! ভাইরাল ভিডিও

advertisement

কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য এই ফিচার কী ভাবে কাজ করবে। গুগল জানাচ্ছে, এই অপশনকে সাপোর্ট করার জন্য প্রথমে ডেভেলপারদের নিজেদের অ্যাপ এনেবল করতে হবে। এর পর ব্যবহারকারীরা সেই অ্যাপ পুরোপুরি রিমুভ করতে চান কিনা, অথবা স্বচ্ছন্দে ডিভাইসে রাখতে চান কিনা, সেটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

আসলে লো-ক্যাপাসিটি ফোনের জন্য স্টোরেজ একটা বড় ব্যাপার। আর গুগল এই সমস্যা বরাবরই সমাধান করার চেষ্টা করে আসছে। আর অ্যান্ড্রয়েড গো (Android Go) এই সমস্যার সমাধান হতে পারত, কিন্তু পারফরম্যান্সে সমস্যার কারণেই গুগলকে অন্য রাস্তায় হাঁটতে হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Phone Memory: অ্যাপ না-উড়িয়েই মিলবে ফোনের স্পেস-সমস্যার সমাধান, অ্যান্ড্রয়েড আনতে পারে নয়া ফিচার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল