TRENDING:

Amazon-এর Smart Plug, কতটা কাজে লাগতে পারে এই স্মার্ট ডিভাইজ?

Last Updated:

প্রত্যেকের বাড়িতে এমন কিছু সামগ্রী থাকে যেগুলিকে স্মার্ট ডিভাইজের সঙ্গে সংযুক্তিকরণ করা যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একটি অত্যাধুনিক নতুন ডিভাইজ নিয়ে হাজির হয়েছে Amazon। নতুন ওই ডিভাইজটি হল স্মার্ট প্লাগ (Smart Plug)। মূলত সেটি একটি সকেট। তবে সাধারণ সকেটের থেকে অনেকটাই ভিন্ন সেটি। এর আগেও Amazon-এর তরফে বাজারে আনা হয়েছে এমন কিছু ডিভাইজ যার মাধ্যমে বাড়িতে থাকা বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী আরও স্মার্ট হয়েছে। কিন্তু প্রত্যেকের বাড়িতে এমন কিছু সামগ্রী থাকে যেগুলিকে স্মার্ট ডিভাইজের সঙ্গে সংযুক্তিকরণ করা যায় না। তাই সেই সব পণ্যগুলির কথা মাথায় রেখে এবার Amazon-এর তরফে নিয়ে আসা হয়েছে স্মার্ট প্লাগ বা স্মার্ট সকেট।
advertisement

কী ভাবে এটি কাজ করবে?

এটি অত্যন্ত সাধারণ একটি ডিভাইজ। তবে পুরনো কোনও ইলেকট্রনিক্স সামগ্রীকে মুহূর্তের মধ্যে স্মার্ট করে দিতে পারে এই ডিভাইজটি। এবং পুরো কাজটি পর্যালোচনা করে Alexa। Amazon-এর তৈরি করা এই প্লাগটি মূলত একটি 6A প্লাগ। সেটি কাছাকাছি থাকা কোনও ইকো স্মার্ট স্পিকার থেকে কম্যান্ড গ্রহণ করে। কয়েক বছর আগে ভারতে ওই স্মার্ট প্লাগটি লঞ্চ করেছিল Amazon। তবে ওই প্লাগের মধ্যে নেই কোনও স্পিকার অথবা বিল্ট ইন Alexa নেই। এটি মূলত ইকো স্মার্ট স্পিকারের সঙ্গে সংযুক্ত থাকে। এবং ওই ইকো স্মার্ট স্পিকারের থেকে যাবতীয় কম্যান্ড নিয়ে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস এবং ডিভাইজের উপর কাজ করা শুরু করে। বর্তমানে Amazon স্মার্ট প্লাগের দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা।

advertisement

আরও পড়ুন- WhatsApp-এর মেসেজ রিয়্যাকশন; কীভাবে কাজ করবে এই নয়া ফিচার?

ডিজাইন

Amazon-এর অন্য পণ্যের মতো এই ডিভাইজটিও অত্যন্ত স্মার্ট ডিজাইনের করা হয়েছে। সামনের দিকে রয়েছে একটি 6A প্লাগ। যেখানে একটি Amazon এর লোগো রয়েছে। পাশাপাশি ওই প্লাগে রয়েছে একটি ছোট LED লাইট। যখন স্মার্ট প্লাগটি কোনও কিছুর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে তখন কমলা রঙের আলো ব্লিঙ্ক করবে এবং কানেক্ট হয়ে গেলে সবুজ রঙের আলো জ্বলবে।

advertisement

এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে ১৯৯৯ টাকা খরচ করে Amazon স্মার্ট প্লাগ কেনা কি সঠিক সিদ্ধান্ত হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

দাম তুলনামূলক বেশি হলেও ওই প্লাগ দিয়ে পুরনো কোনও সামগ্রীকে অত্যাধুনিক ভাবে ব্যবহার করা যাবে। অন্য দিকে, পুরনো সামগ্রীর বদলে নতুন সামগ্রী কিনতে গেলে খরচ করতে হবে কয়েক হাজার টাকা। সেক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মত স্মার্ট প্লাগ অত্যন্ত কার্যকরী সাব্যস্ত হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Amazon-এর Smart Plug, কতটা কাজে লাগতে পারে এই স্মার্ট ডিভাইজ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল