কী ভাবে এটি কাজ করবে?
এটি অত্যন্ত সাধারণ একটি ডিভাইজ। তবে পুরনো কোনও ইলেকট্রনিক্স সামগ্রীকে মুহূর্তের মধ্যে স্মার্ট করে দিতে পারে এই ডিভাইজটি। এবং পুরো কাজটি পর্যালোচনা করে Alexa। Amazon-এর তৈরি করা এই প্লাগটি মূলত একটি 6A প্লাগ। সেটি কাছাকাছি থাকা কোনও ইকো স্মার্ট স্পিকার থেকে কম্যান্ড গ্রহণ করে। কয়েক বছর আগে ভারতে ওই স্মার্ট প্লাগটি লঞ্চ করেছিল Amazon। তবে ওই প্লাগের মধ্যে নেই কোনও স্পিকার অথবা বিল্ট ইন Alexa নেই। এটি মূলত ইকো স্মার্ট স্পিকারের সঙ্গে সংযুক্ত থাকে। এবং ওই ইকো স্মার্ট স্পিকারের থেকে যাবতীয় কম্যান্ড নিয়ে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস এবং ডিভাইজের উপর কাজ করা শুরু করে। বর্তমানে Amazon স্মার্ট প্লাগের দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা।
advertisement
আরও পড়ুন- WhatsApp-এর মেসেজ রিয়্যাকশন; কীভাবে কাজ করবে এই নয়া ফিচার?
ডিজাইন
Amazon-এর অন্য পণ্যের মতো এই ডিভাইজটিও অত্যন্ত স্মার্ট ডিজাইনের করা হয়েছে। সামনের দিকে রয়েছে একটি 6A প্লাগ। যেখানে একটি Amazon এর লোগো রয়েছে। পাশাপাশি ওই প্লাগে রয়েছে একটি ছোট LED লাইট। যখন স্মার্ট প্লাগটি কোনও কিছুর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে তখন কমলা রঙের আলো ব্লিঙ্ক করবে এবং কানেক্ট হয়ে গেলে সবুজ রঙের আলো জ্বলবে।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে ১৯৯৯ টাকা খরচ করে Amazon স্মার্ট প্লাগ কেনা কি সঠিক সিদ্ধান্ত হবে?
দাম তুলনামূলক বেশি হলেও ওই প্লাগ দিয়ে পুরনো কোনও সামগ্রীকে অত্যাধুনিক ভাবে ব্যবহার করা যাবে। অন্য দিকে, পুরনো সামগ্রীর বদলে নতুন সামগ্রী কিনতে গেলে খরচ করতে হবে কয়েক হাজার টাকা। সেক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মত স্মার্ট প্লাগ অত্যন্ত কার্যকরী সাব্যস্ত হতে পারে।
