পাশাপাশি কেনাকাটার দিক থেকেও নানা সুবিধা দিয়ে থাকে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। কিন্তু সম্প্রতি অ্যামাজন প্রাইমের গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি। কারণ এক ধাক্কায় এর অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
আরও পড়ুন- মাত্র ১০ মিনিট ফোন হ্যাং, গায়েব ১ লাখ টাকা! এই অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না
advertisement
ভারতে প্রাইম মেম্বারশিপের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে অ্যামাজন। এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রাইম মেম্বারশিপের দামের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে, এখন থেকে ইউজারদের নতুন মেম্বারশিপের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে। যাঁরা এখনও পর্যন্ত অ্যামাজন প্রাইমের সদস্য রয়েছেন এবং যাঁদের প্ল্যানটি রিনিউ করতে হবে, তাঁদের রিনিউ করার আগে নতুন দামের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। এক নজরে তাই দেখে নেওয়া যাক অ্যামাজন প্রাইম মেম্বারশিপের বাড়তি দামের বিষয়ে- কোথায় কতটা বাড়ল।
অ্যামাজন তার প্রাইম মেম্বারশিপের দাম ১৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। তাদের মাসিক প্ল্যানের দাম এখন ২৯৯ টাকা অর্থাৎ ১২০ টাকা বেড়েছে। অন্য দিকে, তাদের ৩ মাসের মেম্বারশিপ ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫৯৯ টাকা করা হয়েছে।
পুরনো দাম বনাম নতুন দাম -
প্রাইম মেম্বারশিপের মাসিক প্ল্যানের দাম আগে ছিল ১৭৯ টাকা। এখন এর দাম হয়েছে ২৯৯ টাকা। অন্য দিকে, ৩ মাসের প্ল্যানের দাম ছিল ৪৫৯ টাকা, এখন এর দাম করা হয়েছে ৫৯৯ টাকা।
আরও পড়ুন- রোদ লাগলেই সব শেষ, এক নজরে দেখে নিন এসির আউটডোর ইউনিট সুরক্ষিত রাখার উপায়!
যাঁরা অ্যামাজনের বার্ষিক প্ল্যান ক্রয় করেছেন, তাঁদের এই বৃদ্ধি নিয়ে কোনও চিন্তা করতে হবে না। কারণ বার্ষিক প্রাইম মেম্বারশিপের মূল্য এখনও আগের মতোই ১৪৯৯ টাকাই রাখা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে এই প্ল্যানের দাম বাড়ানো হয়।
প্রাইম লাইট মেম্বারশিপের দাম ৯৯৯ টাকা। এই দাম এখনও একই রাখা হয়েছে। এই প্ল্যানটি অ্যামাজন মিউজিক ব্যতীত নিয়মিত মেম্বারশিপের মতো একই সুবিধা প্রদান করে।
অ্যামাজন নিশ্চিত করেছে যে বিদ্যমান মাসিক এবং ৩ মাসের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণকারী সদস্যরা ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পুরনো দামেই পরিষেবা নিতে পারবেন। যদি স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ ব্যর্থ হয় বা কেউ সদস্যতা বাতিল করেন, তাহলে তাঁকে নতুন খরচে সদস্যতা কিনতে হবে।