ভারতে গ্রীষ্মকালের মরশুম শুরু হয়ে গিয়েছে। ভারতের অধিকাংশ জায়গায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। গ্রীষ্মকালের এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি। কিন্তু, এসি থেকে ভাল ঠাণ্ডা পেতে এবং বিদ্যুৎ বাঁচাতে অনেক কিছুর যত্ন নিতে হয়। ঘর ঠাণ্ডা করার জন্য যাঁরা স্প্লিট এসি ব্যবহার করেন, তাঁরা প্রায়শই কেবল ইনডোর ইউনিটের কথা ভাবেন। কিন্তু সূর্যালোক, জল এবং ঝড়ের সংস্পর্শে থাকা আউটডোর ইউনিটের কথা অনেকেই ভুলে যান।
এসির আউটডোর ইউনিটের আশেপাশে গাছ লাগাতে পারলে ভাল হয়। ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির তথ্য অনুযায়ী, গাছের মাধ্যমে এয়ার কন্ডিশনারকে ছায়া দিলে এর কার্যকারিতা ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এছাড়া বিদ্যুত বাঁচাতে হলে বড় জায়গা নিয়ে শেডিং করতে হবে। এর ফলে এসির ফ্যান এবং আউটডোর ইউনিটের অন্যান্য উপাদানগুলিও নিরাপদ থাকবে।