মাত্র ১০ মিনিট ফোন হ্যাং, গায়েব ১ লাখ টাকা! এই অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Cyber crime: দশ মিনিটে গায়েব ১ লাখ টাকা! কী এমন অ্যাপ! একবার ইনস্টল করলে মহাবিপদ।
কলকাতা: বর্তমানে আমাদের প্রায় সকলের জীবনেই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়।
যখন থেকে ছোট-বড় বিভিন্ন কাজ স্মার্টফোন দিয়ে করা শুরু হয়েছে, তার পর থেকেই, সাইবার অপরাধীরাও খুব সক্রিয় হয়ে উঠেছে এবং প্রতিদিন তারা মানুষকে প্রতারণা করার নতুন উপায় বের করে চলেছে।
বিভিন্ন উপায়ে তারা ক্ষতি করে চলেছে স্মার্টফোন ব্যবহারকারীদের। বেশ কিছুদিন ধরেই গুগল থেকে পাওয়া কাস্টমার কেয়ার নম্বরের কারণে অনেক অপরাধের ঘটনা ঘটেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- স্ক্রিন সবচেয়ে বড়, স্পোর্টস মোড ১১০-এরও বেশি! দেশে এল Fastrack Revoltt FS1 Pro
এবার একটি নতুন ঘটনা সামনে এসেছে উত্তরাখণ্ড থেকে। যেখানে fastag রিচার্জে সাহায্য করার অজুহাতে ৭২ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে প্রায় ১ লাখ টাকা প্রতারণা করেছে এক অজ্ঞাত ব্যক্তি।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগকারী বিষ্ণু মোহন বহুগুনা বলেছেন যে, তিনি তখন একটি জনপ্রিয় ই-কমার্স অ্যাপ থেকে অনলাইন কেনাকাটার জন্য অর্থ প্রদান করছিলেন। এরপর তাঁর অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা পাচার করা হয়।
advertisement
TOI-এর রিপোর্ট অনুসারে, মামলার তদন্তকারী পরিদর্শক সম্পূরানন্দ গাইরোলা জানিয়েছেন যে, ঘটনার একদিন আগে বহুগুনা তাঁর মোবাইল ফোনে fastag সাপোর্ট নামে একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন। অ্যাপটি তিনি প্রতারকের নির্দেশে ডাউনলোড করেছিলেন, যিনি কোম্পানির কাস্টমার কেয়ার একজিকিউটিভ হিসাবে নিজের পরিচয় দিয়েছিলেন।
গুগলে fastag কোম্পানির কাস্টমার কেয়ার কন্টাক্ট সার্চ করতে গিয়ে এই জালিয়াতের নম্বর পান ওই বৃদ্ধ। জালিয়াত তাঁকে তাঁর KYC ডিটেল আপডেট করতে এবং অ্যাপটি ডাউনলোড করতে বলেছিল।
advertisement
এরপর তিনি জালিয়াতের নির্দেশে সেই অ্যাপটি ডাউনলোড করলে, তাঁর ফোন প্রায় ৩০ মিনিটের জন্য হ্যাং হয়ে থাকে এবং নিজে থেকেই আবার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে যে, বহুগুনা মনে করেছিলেন ফোনে কোনও প্রযুক্তিগত সমস্যা ছিল।
আরও পড়ুন- প্রয়োজন নেই এসি-র! তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রিতে উঠলেও ঘর থাকবে বরফের মতো শীতল
পুলিশের তরফে জানানো হয়েছে যে, পরের দিন বৃদ্ধ যখন একটি ই-কমার্স অ্যাপে ডেবিট কার্ডের ডিটেল দিয়ে অর্থপ্রদান করার চেষ্টা করেন, তখন তাঁর মোবাইল আবার হ্যাং হয়ে যায়। তিনি লেনদেনের জন্য কোনও ওটিপিও পাননি এবং ১০ মিনিট পরে মোবাইলটি আবার কাজ শুরু করে।
advertisement
পরে তিনি জানতে পারেন যে, তাঁর অ্যাকাউন্ট থেকে তিনটি লেনদেন হয়েছে এবং মোট ৯৯,৫০০ টাকা কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 3:04 PM IST