কেন না, অ্যামাজনের প্রাইম সদস্যরা অন্যদের তুলনায় একদিন আগে থেকে কেনাকাটা শুরু করার সুযোগ পান, তাঁদের কাছে সেলের সেরা অফার আর ডিলের নোটিফিকেশন পৌঁছতে থাকে দফায় দফায়। এই তো হল অবস্থা। এবার যদি অ্যামাজনের চলতি বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের ফায়দা তুলতেই হয়, সবার প্রথমে কী মাথায় রাখতে হবে?
মাথায় রাখতে হবে সেলের তারিখ, ওটাই সবার আগে গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে যে এবার ৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। নিয়মমাফিক, প্রাইম সদস্যদের জন্য তা শুরু হচ্ছে ৭ অক্টোবর থেকে। অতএব, চাইলে একটা প্রাইম সদস্যপদ নিয়ে রাখাই যায় শুধু সেলে কেনাকাটার জন্য, দরকার ফুরোলে তা আনসাবস্ক্রাইব করা তো শুধু কয়েকটা ক্লিকের খেলা, কেন না, প্রাইম সদস্যরা অনেক অতিরিক্ত ছাড়ও পেয়ে থাকেন।
advertisement
আরও পড়ুন: বদলে গেল Facebook! চেনা ‘F’ লোগো কি তবে থাকবে না?
তবে প্রাইম সদস্যপদ না নিলেও ছাড়ের কমতি হবে না। এই যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট/ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে সঙ্গে সঙ্গে দামের ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। আবার, কেউ যদি অ্যামাজন পে ল্যাটার ব্যবহার করেন, তাহলে কেনাকাটার ক্রেডিট লিমিট দেওয়া হবে ১ লক্ষ টাকা পর্যন্ত, শোধ পরের মাসের মধ্যে করলেই চলবে।
এছাড়া, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মিলবে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক, এই কার্ডের জন্য অ্যাপ্লাই করলে মিলবে ২৫০০ টাকা ওয়েলকাম রিওয়ার্ড হিসেবে। থাকবে এক্সচেঞ্জ আর নো কস্ট ইএমআইয়ের সুবিধা। অ্যামাজন পে গিফ্ট কার্ড কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক।
আরও যা রয়েছে, সেই তালিকাতেও একবার চোখ রাখা যাক:
– ৫জি লেটেস্ট মডেল স্মার্টফোনের দাম শুরু এই সেলে ৫৬৯৯ টাকা থেকে।
– ৯৯ টাকা থেকে শুরু ইলেকট্রনিক আর অ্যাকসেসরিজ।
– অ্যাপ্লায়েন্সে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।
– টিভিতে ছাড় ৬০ শতাংশ পর্যন্ত।
– নিত্য প্রয়োজনীয় সামগ্রীতেও ছাড় ৬০ শতাংশ পর্যন্ত।
– সেরা ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডে মিলবে ৫০-৮০ শতাংশ ছাড়।
– প্রথম সারির মোবাইল, টিভি, অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ আর ইলেকট্রনিকসে ১৮ মাস পর্যন্ত ইএমআইয়ের সুবিধা।
– নানা রকমের ১০ লক্ষ সামগ্রীতে থাকবে টাকা বাঁচানোর হরেক কুপন।