BHIM - এই অ্যাপটি ইনস্টল করা থাকলে এবং এর সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে মাত্র দু'মিনিটেই সমস্ত ধরনের বিল দেওয়া সম্ভব। প্রথমেই এই অ্যাপটির মাঝে থাকা পে বিলস (Pay Bills) অপশনে যেতে হবে। সেখানে ভারত বিলপে-র (Bharat Billpay) লোগো দেখা যাবে এবং সেটি ক্লিক করতে হবে। এরপর সেখানে বিল পেমেন্ট করার নানা ধরনের অপশন দেখতে পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: Xiaomi-র এই রোবট কুকুর দেখে অবাক হবেন, কাজ করছে মালিকের কথামতো!
Paytm - এই অ্যাপের মাধ্যমে সমস্ত ধরনের বিল দেওয়ার জন্য প্রথমেই এর বিল পেমেন্টস (Bill Payments) অপশনে যেতে হবে। সেখান থেকে সেই বিলের অপশন সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড নিউ (Add New) সিলেক্ট করতে হবে। এরপর সেখানে নিজেদের আইডি এন্টার করতে হবে এবং প্রসিড (Proceed) অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যামাউন্ট এন্টার করে সেটি পে করতে হবে। এভাবে এই অ্যাপের মাধ্যমে অতি সহজেই দেওয়া যাবে বিভিন্ন ধরনের বিল।
আরও পড়ুন: পেট্রোলের খরচ নেই, লাগবে না লাইসেন্স! এই স্কুটার কিনে নিলে আর চিন্তা নেই
PhonePe - এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল দেওয়ার জন্য প্রথমেই পে বিলস (Pay Bills) অপশনে যেতে হবে। সেখান থেকে বিল সিলেক্ট করতে হবে। এরপর নিজেদের বিল দেওয়ার অপশন বেছে নিতে হবে। এরপর সেখানে নিজেদের আইডি এন্টার করতে হবে। এরপর সেখানে বিলের অ্যামাউন্ট দেখতে পাওয়া যাবে। এরপর সেই অ্যামাউন্ট এন্টার করতে হবে। এরপর নিজেদের ইউপিআই পিন নম্বর দিয়ে এন্টার করলেই বিল দেওয়া হয়ে যাবে। এরপর একটি কনফার্মেশন মেসেজ দেখা যাবে যে সেই বিলটির পেমেন্ট করা হয়ে গেছে। এভাবে এই অ্যাপের মাধ্যমে অতি সহজেই দেওয়া যাবে সমস্ত ধরনের বিল।
এভাবেই ঘরে বসে সমস্ত কেনাকাটার বিল পেমেন্ট করা সম্ভব এই মোবাইল ওয়ালেটের মাধ্যমে।