TRENDING:

Mobile Wallet: অনলাইন ট্রানজাকশন দারুণ কাজের, মোবাইল ওয়ালেট সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি জানেন?

Last Updated:

Mobile Wallet: ভারতে নানা ধরনের মোবাইল ওয়ালেট চালু রয়েছে। আসলে সেগুলো হল এক একটি অ্যাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে অনেকদিন ধরেই মোবাইল ওয়ালেটের জনপ্রিয়তা বেড়ে চলেছে। এর ফলে ডিজিটাল পেমেন্টের চাহিদাও ক্রমশ বেড়ে চলেছে। এই জন্য ভারতে নানা ধরনের মোবাইল ওয়ালেট চালু রয়েছে। আসলে সেগুলো হল এক একটি অ্যাপ। এই সকল অ্যাপের মাধ্যমে সকল প্রকার পেমেন্ট করা যায় ডিজিটালি। করোনা মহামারীর জন্য এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। এই সকল অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল দেওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিল দেওয়াও সম্ভব। ভারতে বর্তমানে বিভিন্ন ধরনের মোবাইল ওয়ালেট অর্থাৎ পেমেন্ট অ্যাপ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল - BHIM, Paytm, PhonePe, Google Pay, Samsung Pay ইত্যাদি।
নানা সুবিধা মোবাইল ওয়ালেটে
নানা সুবিধা মোবাইল ওয়ালেটে
advertisement

BHIM - এই অ্যাপটি ইনস্টল করা থাকলে এবং এর সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে মাত্র দু'মিনিটেই সমস্ত ধরনের বিল দেওয়া সম্ভব। প্রথমেই এই অ্যাপটির মাঝে থাকা পে বিলস (Pay Bills) অপশনে যেতে হবে। সেখানে ভারত বিলপে-র (Bharat Billpay) লোগো দেখা যাবে এবং সেটি ক্লিক করতে হবে। এরপর সেখানে বিল পেমেন্ট করার নানা ধরনের অপশন দেখতে পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: Xiaomi-র এই রোবট কুকুর দেখে অবাক হবেন, কাজ করছে মালিকের কথামতো!

Paytm - এই অ্যাপের মাধ্যমে সমস্ত ধরনের বিল দেওয়ার জন্য প্রথমেই এর বিল পেমেন্টস (Bill Payments) অপশনে যেতে হবে। সেখান থেকে সেই বিলের অপশন সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড নিউ (Add New) সিলেক্ট করতে হবে। এরপর সেখানে নিজেদের আইডি এন্টার করতে হবে এবং প্রসিড (Proceed) অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যামাউন্ট এন্টার করে সেটি পে করতে হবে। এভাবে এই অ্যাপের মাধ্যমে অতি সহজেই দেওয়া যাবে বিভিন্ন ধরনের বিল।

advertisement

আরও পড়ুন: পেট্রোলের খরচ নেই, লাগবে না লাইসেন্স! এই স্কুটার কিনে নিলে আর চিন্তা নেই

PhonePe - এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের বিল দেওয়ার জন্য প্রথমেই পে বিলস (Pay Bills) অপশনে যেতে হবে। সেখান থেকে বিল সিলেক্ট করতে হবে। এরপর নিজেদের বিল দেওয়ার অপশন বেছে নিতে হবে। এরপর সেখানে নিজেদের আইডি এন্টার করতে হবে। এরপর সেখানে বিলের অ্যামাউন্ট দেখতে পাওয়া যাবে। এরপর সেই অ্যামাউন্ট এন্টার করতে হবে। এরপর নিজেদের ইউপিআই পিন নম্বর দিয়ে এন্টার করলেই বিল দেওয়া হয়ে যাবে। এরপর একটি কনফার্মেশন মেসেজ দেখা যাবে যে সেই বিলটির পেমেন্ট করা হয়ে গেছে। এভাবে এই অ্যাপের মাধ্যমে অতি সহজেই দেওয়া যাবে সমস্ত ধরনের বিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এভাবেই ঘরে বসে সমস্ত কেনাকাটার বিল পেমেন্ট করা সম্ভব এই মোবাইল ওয়ালেটের মাধ্যমে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Wallet: অনলাইন ট্রানজাকশন দারুণ কাজের, মোবাইল ওয়ালেট সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল