TRENDING:

হোলিতে গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল !

Last Updated:

হোলিতে গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হোলিতে গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷ জিও-র প্রাইম অফারকে টক্কর দিতে আগেই পোস্ট পেড গ্রাহকদের জন্য ‘এয়ারটেল সারপ্রাইজ’ অফারের ঘোষণা করেছিল এয়ারটেল ৷
advertisement

বিনামূল্যে জিও-র পরিষেবা শেষ হওয়ার অপেক্ষায় ছিল বাকি টেলিকম সংস্থাগুলি ৷ এবার গ্রাহক টানতে কোমর বেঁধে নেমে পড়েছে সকলে ৷ সস্তায় ডেটা পরিষেবা দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ এবার পোস্ট পেড গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল ৷

এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চ অথার্ৎ আজ থেকে পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা ৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছিল ৷ প্রতিশ্রুতি রেখে এবার সত্যি সত্যি গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ফোর-জি ডেটা দিচ্ছে এয়ারটেল।

advertisement

MyAirtel অ্যাপে, গুগল প্লে ও অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে গ্রাহকরা জানতে পারবেন তারা কতটা ডেটা পাবেন বিনামূল্যে ৷ এই অ্যাপের মাধ্যমে নির্বাচিত গ্রাহকরা প্রতি মাসে ১০ জিবি ডেটা পাবেন বিনামূল্যে ৷

গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে বলা হয়েছিল, ‘আমরা গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পাঠাচ্ছি ৷ দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কে কোনও বাধা ছাড়া যাতে আপনারা ডেটা পরিষেবা পেতা পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে এয়ারটেলের তরফে ৷ ১৩ মার্চের পর MyAirtel অ্যাপে গিয়ে লগ ইন করলেই জানতে পারা যাবে ঠিক কতটা ডেটা পাওয়া যাবে ফ্রি-তে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

এর কয়েকদিন আগেই প্রিপেড গ্রাহকদের জন্য ১৪৫ টাকায় ১৪জিবি ৪জি ডেটা প্ল্যান নিয়ে আসে এয়ারটেল ৷ সম্প্রতি রিল্যায়েন্স জিও প্রাইম অফার লঞ্চ করেছে যা পয়লা মার্চ থেকে কার্যকর হতে চলেছে ৷ এই অফারে ৩০৩ টাকায় ৩০ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷জিও-কে টেক্কা দিতেই একের পর এক আর্কষণীয় অফার নিয়ে আসছে এয়ারটেল বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হোলিতে গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল