TRENDING:

এয়ারটেলের ডাবল ধামাল, এবার আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে পেয়ে যাবেন ফ্রি ডেটা

Last Updated:

এয়ারটেলের ধামাকেদার প্ল্যান ৷ ফের গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এয়ারটেলের ধামাকেদার প্ল্যান ৷ ফের গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷ নতুন এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ফ্রি ডেটা পরিষেবা ৷
advertisement

এয়ারটেলের ‘মাইপ্ল্যান ইনফিনিটি’ সিরিজে ৫৪৯ ও ৭৯৯- এর নতুন প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল ৷ ৫৪৯ প্ল্যানে পোস্টপেড গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ৷ এই সুবিধা লোকাল ও এসটিডি দু’রকম কলের জন্য প্রযোজ্য ৷

এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ১০০ টি এসএমএস ফ্রি ৷ এই প্যাক রিচার্জ করালে প্রতি মাসে ১ জিবি ৩জি ডেটা ও ৪মোবাইলে ৩ জিবি ডেটা মিলবে ৷

advertisement

অন্যদিকে ৭৯৯ টাকার প্ল্যানে ৩জি ব্যবহারকারী পেয়ে যাবেন ৩জিবি ডেটা ও ৪ জি হ্যান্ডসেটে ৫ জিবি ডেটা মিলবে ৷ এই প্ল্যানে ৫৪৯ টাকার প্ল্যানের মতো লোকাল ও এসটিডি ভয়েস কল বিনামূল্যে করা যাবে ৷

পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি রোমিং ৷ তবে এর জন্য গ্রাহকে আলাদা করে রিচার্জ করতে হবে ৷

advertisement

জিও-কে টক্কর দিতে ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকতেই এই প্ল্যান বাজারে নিয়ে এসেছে এয়ারটেল ৷ তবে জিও-র তুলনায় এয়ারটেলের ইনফিনিটি প্ল্যানের দাম বেশ অনেকটাই বেশি ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এয়ারটেলের ডাবল ধামাল, এবার আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে পেয়ে যাবেন ফ্রি ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল