বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সব খতিয়ে দেখার পরে ছাড়পত্র মিললে তবেই সেটি উড়বে। ওই বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁদের বিকল্প বিমানে মুম্বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
মুখপাত্র জানিয়েছেন, “২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট AI887 প্রযুক্তিগত সমস্যার কারণে ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রুরা নেমে এসেছে।” বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ঘটনাটি স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহণ অধিদফতরকে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে।
advertisement
এক্স পোস্টে মন্ত্রণালয় উল্লেখ করেছে, “বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-887-এর উড্ডয়নের কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটির বিষয়টি লক্ষ্য করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে এবং ডিজিসিএ-কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”
