TRENDING:

ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লি ফিরে এল 'এয়ার ইন্ডিয়া'র বিমান, রিপোর্ট তলব কেন্দ্রের

Last Updated:

মুখপাত্র জানিয়েছেন, "২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট AI887 প্রযুক্তিগত সমস্যার কারণে ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রুরা নেমে এসেছে।" 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: দিল্লি বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পরেই ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান। মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল সেটি।  মাঝ-আকাশে ইঞ্জিনের তেলে চাপ কমে যাওয়ায় বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিসিএ-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
News18
News18
advertisement

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সব খতিয়ে দেখার পরে ছাড়পত্র মিললে তবেই সেটি উড়বে। ওই বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁদের বিকল্প বিমানে মুম্বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

মুখপাত্র জানিয়েছেন, “২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট AI887 প্রযুক্তিগত সমস্যার কারণে ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রুরা নেমে এসেছে।”  বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ঘটনাটি স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহণ অধিদফতরকে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট জলাধার, মাঝে অর্ধনিমজ্জিত মন্দির! পুরুলিয়ার বড় আকর্ষণ ৫০০ বছরের প্রাচীন দক্ষিণা কালী
আরও দেখুন

এক্স পোস্টে মন্ত্রণালয় উল্লেখ করেছে, “বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-887-এর উড্ডয়নের কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটির বিষয়টি লক্ষ্য করেছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছে এবং ডিজিসিএ-কে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ওড়ার কিছুক্ষণ পরেই দিল্লি ফিরে এল 'এয়ার ইন্ডিয়া'র বিমান, রিপোর্ট তলব কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল