META AI IMAGE GENERATION আসলে কী?
META AI IMAGE GENERATION আসলে একটি নয়া ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করে নিতে পারেন। ব্যবহারকারীরা এক্ষেত্রে টেক্সট প্রম্পট টাইপ করেন, যার শুরুতে থাকতে হয় imagine। এমনটা টাইপ করলেই মুহূর্তের মধ্যে প্রাসঙ্গিক ছবি তৈরি হয়ে যায়। এটি Meta-র অ্যাডভান্সড এ.আই সিস্টেম দ্বারা চালিত। আর বাছাই করা কিছু দেশ এবং ভাষায় এটি পাওয়া যায়।
advertisement
সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ এবং প্রাপ্তি
Meta-AI ফিচারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইমেজ জেনারেশন। যেটা বর্তমানে শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। এমনকী সাপোর্ট করে এমন দেশগুলির মধ্যেও ইউজারদের উপর নির্ভর করে অ্যাক্সেস ভিন্ন হতে পারে।
সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ বা ভাষার মধ্যে অন্তর্ভুর্ত রয়েছে – ইংরাজি, আরবি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশিয়ান, পোর্তুগিজ, স্প্যানিশ, ট্যাগালগ, থাই এবং ভিয়েতনামিজ। যদি ব্যবহারকারী এখনও এই বিকল্প দেখতে না পান, তাহলে বুঝতে হবে যে, তাঁর অ্যাকাউন্টে এখনও এই ফিচার রোল আউট হয়নি।
META AI CHAT-এ কীভাবে AI IMAGE তৈরি করা যাবে?
Meta AI-এর সঙ্গে চ্যাট ওপেন করতে হবে (কন্ট্যাক্টে সাপোর্ট থাকলে পাওয়া যায়)।
এবার মেসেজ ফিল্ডে গিয়ে টাইপ করতে হবে:
১. Imagine লিখে নিজের বক্তব্য বা ব্যবহারকারী যা চাইছেন, তা লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, Imagine a sunset over a floating island.
২. Send-এ ক্লিক করতে হবে।
৩. এবার ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী একটি ছবি তৈরি করে জবাব দেবে Meta AI।
৪. এরপর ছবির উপর কারসার রাখতে হবে। মেন্যু আইকনে ক্লিক করলে ডাউনলোড করে নিতে হবে।
আরও পড়ুন: শুক্রের গোচরে তৈরি হবে শুভ মালব্য যোগ! জুনের শেষ সপ্তাহ থেকেই ৩ রাশির কপালে টাকার বৃষ্টি
গ্রুপ অথবা ইন্ডিভিজ্যুয়াল চ্যাটে AI IMAGE কীভাবে জেনারেট করা যায়
১. যে কোনও ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করতে হবে।
২. মেসেজ ফিল্ডে গিয়ে @ টাইপ করতে হবে এবং এরপর imagine সিলেক্ট করতে হবে।
৩. এবার নিজের প্রম্পট লিখতে হবে।
৪. এরপর সেন্ড-এ ট্যাপ করতে হবে।
৫. এবার ব্যবহারকারীর চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে।
৬. শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।
একটি AI IMAGE-কে আপডেট অথবা রিফাইন আপডেট করার উপায়:
অনেক সময় AI IMAGE-এ বদল আনার বা আপডেট করার প্রয়োজন হয়। একটি নতুন প্রম্পট দিয়ে ছবি আপডেট করারও বিকল্প পাওয়া যাবে।
১. Meta AI চ্যাটে আগের জেনারেট হওয়া ছবিটিতে কারসর নিয়ে যেতে হবে।
২. এরপর মেন্যু আইকনে ক্লিক করতে হবে। তারপর Reply করতে হবে।
৩. এবার আপডেটেড প্রম্পট টাইপ করতে হবে এবং Send-এ ক্লিক করতে হবে।
এবার একটি ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে:
১. এআই ছবির উপর কারসর নিতে হবে। মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর রিপ্লাই করতে হবে।
২. @ টাইপ করে Meta AI সিলেক্ট করতে হবে। এরপর নিজের রিভাইসড প্রম্পট দিতে হবে।
৩. এবার সেন্ড-এ ক্লিক করতে হবে।
৪. এরপর চ্যাটটি নতুন ইনপুটের উপর ভিত্তি করে রিফ্রেশড ইমেজ ডিসপ্লে করবে।