TRENDING:

আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আর থাকছে না গোপন !

Last Updated:

হোয়াটসঅ্যাপের মেসেজ নকি এনক্রিপটেড ৷ নেটওয়ার্কিংয়ের ভাষায় এর মানে, একেবারে গোপন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের মেসেজ নকি এনক্রিপটেড ৷ নেটওয়ার্কিংয়ের ভাষায় এর মানে, একেবারে গোপন ৷ আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন, সে ছাড়া এই মেসেজ কারও পক্ষে আড়ি পেতে দেখা সম্ভব নয় ৷ তাই ল্যান্ডলাইনে, মোবাইলফোনে আড়ি পাতা গেলেও, হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নিয়ে প্রায় ১০০ শতাংশ সন্দেহ ছিল না ৷ তবে নতুন খবর অনুযায়ী, পুলিশ ইচ্ছে করলেই আপনার হোয়াটসঅ্যাপের ওপর নজর রাখতে পারে ! কীভাবে?
advertisement

সংবাদ মাধ্যমে আসা খবর অনুযায়ী, ইজরায়েলে নানা গবেষণার পর তৈরি হয়েছে এমন এক সফটওয়্যার যা কিনা হোয়াটসঅ্যাপের এনক্রিপসন ভেঙে সব তথ্যই পেয়ে যাবে নিমেশে !

দেশি-বিদেশি পুলিশের মতামত অনুযায়ী, যত দিন যাচ্ছে সাইবার অপরাধ বেড়েই চলেছে ৷ হোয়াটসঅ্যাপও এর বাইরে নয় ৷ তাই মূলত জঙ্গিহানা রুখতেই হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখার জন্যই ইজরায়েলে আবিষ্কার হয়েছে নতুন সফটওয়্যার ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আর থাকছে না গোপন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল