এবার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার সবচেয়ে বড় ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাসিকে জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেলস নামে একটি কোম্পানির ২০টি নতুন ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে গিয়েছে।
আরও পড়ুন- ভারতে কবে আসছে শো-স্টপার Xiaomi 12 Pro 5G, ইঙ্গিত দিয়েছে Xiaomi India
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জিতেন্দ্র ইভির স্কুটারগুলো একটি কন্টেইনারে নিয়ে যাওয়া হচ্ছিল। কন্টেইনারের উপরের ডেকে রাখা স্কুটারটিতে হঠাৎ আগুন লেগে যায়। কন্টেইনারে মোট ৪০টি স্কুটার ছিল। তার মধ্যে ২০টি স্কুটার পুড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন- যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে স্মার্টফোনে ! ভুলেও এই কাজ করবেন না !
স্বস্তির বিষয় হল, এই ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গত এক মাসে এটি বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের পঞ্চম ঘটনা। এর আগে একটি ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওকিনাওয়া ইলেকট্রিক বাইকে আগুন ধরে যায়। তামিলনাড়ুর ভেলোরে একটি বৈদ্যুতিক স্কুটারে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। ওলা এবং ওকিনাওয়ার থেকে বৈদ্যুতিক দুই চাকার গাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তর চেয়েছে সরকার।
কারণ কী হতে পারে-
অটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিন-আইসিই-তে সমস্যার জন্য যানবাহনে আগুনের প্রবণতা বেশি থাকে। যানবাহনে লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে আগুনের ঘটনা আরও মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়িতে একবার আগুন লাগলে তা নেভানো কঠিন হয়ে পড়ে।
লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে উত্পাদনের ত্রুটি, খারাপ সফ্টওয়্যার ব্যবহার। ক্ষতিগ্রস্ত সেল তেকে অত্যধিক তাপ উৎপন্ন হতে পারে। একে বলা হয় 'থার্মাল রানওয়ে'। এতে এক সেলে উৎপন্ন তাপ অন্য সেলে পৌঁছায়। এটি একটি চেইন প্রতিক্রিয়া তৈরি করে, যে কারণে আগুন ধরে যায়।