TRENDING:

EV Fire News: একটা-দু'টো নয়, এবার একসঙ্গে ২০টি ইলেকট্রিক স্কুটারে লাগল আগুন

Last Updated:

Electric Scooter Fire: ভয়ানক কাণ্ড। একসঙ্গে ২০টি ইলেকট্রিক স্কুটারে আগুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাসিক: বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ড এখন রোজকার ঘটনা  হয়ে উঠেছে। ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার খবর প্রায় রোজই শোনা যাচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ঘটনা প্রতিদিনই সামনে আসছে।
advertisement

এবার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার সবচেয়ে বড় ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাসিকে জিতেন্দ্র ইলেকট্রিক ভেহিকেলস নামে একটি কোম্পানির ২০টি নতুন ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে গিয়েছে।

আরও পড়ুন- ভারতে কবে আসছে শো-স্টপার Xiaomi 12 Pro 5G, ইঙ্গিত দিয়েছে Xiaomi India

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জিতেন্দ্র ইভির স্কুটারগুলো একটি কন্টেইনারে নিয়ে যাওয়া হচ্ছিল। কন্টেইনারের উপরের ডেকে রাখা স্কুটারটিতে হঠাৎ আগুন লেগে যায়। কন্টেইনারে মোট ৪০টি স্কুটার ছিল। তার মধ্যে ২০টি স্কুটার পুড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন- যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে স্মার্টফোনে ! ভুলেও এই কাজ করবেন না !

স্বস্তির বিষয় হল, এই ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গত এক মাসে এটি বৈদ্যুতিক স্কুটারে অগ্নিকাণ্ডের পঞ্চম ঘটনা। এর আগে একটি ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওকিনাওয়া ইলেকট্রিক বাইকে আগুন ধরে যায়। তামিলনাড়ুর ভেলোরে একটি বৈদ্যুতিক স্কুটারে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। ওলা এবং ওকিনাওয়ার থেকে বৈদ্যুতিক দুই চাকার গাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তর চেয়েছে সরকার।

advertisement

কারণ কী হতে পারে-

অটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিন-আইসিই-তে সমস্যার জন্য যানবাহনে আগুনের প্রবণতা বেশি থাকে। যানবাহনে লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে আগুনের ঘটনা আরও মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়িতে একবার আগুন লাগলে তা নেভানো কঠিন হয়ে পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

লিথিয়াম-আয়ন ব্যাটারিতে আগুন লাগার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে উত্পাদনের ত্রুটি, খারাপ সফ্টওয়্যার ব্যবহার। ক্ষতিগ্রস্ত সেল তেকে অত্যধিক তাপ উৎপন্ন হতে পারে। একে বলা হয় 'থার্মাল রানওয়ে'। এতে এক সেলে উৎপন্ন তাপ অন্য সেলে পৌঁছায়। এটি একটি চেইন প্রতিক্রিয়া তৈরি করে, যে কারণে আগুন ধরে যায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
EV Fire News: একটা-দু'টো নয়, এবার একসঙ্গে ২০টি ইলেকট্রিক স্কুটারে লাগল আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল