সম্প্রতি তাকে দেখা গেল বাবা সইফ আলি খানের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতে উঠতে ৷ বাড়ির চৌহদ্দির মধ্যেই সবুজ টি আর ডেনিম শর্ট পরে র্যাকেট আর প্লাস্টিকের কক নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াল সে ৷ অন্যদিকে নীল টি আর কমলা শর্টস পরে সইদও ছিলেন ক্যাজুয়াল মুডে ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করেন করিনা ৷ আর খুব স্বাভাবিকভাবেই পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হল সেই ছবি ৷
advertisement
Location :
First Published :
August 06, 2018 1:27 PM IST