TRENDING:

বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুস্মিতা সেন মানেই জীবনের সব অঙ্ককে বদলে দেওয়ার এক কাহিনি ৷ প্রাক্তন বিশ্ব সুন্দরী ভীষণভাবেই স্বাধীনচেতা ৷ প্রথম জীবন থেকেই সেই বার্তা দিয়েছেন তিনি ৷ এবার নিজের প্রেমিককেই বেছে নিলেন তাঁর মেয়ের বাবা হিসেবে ৷ আবারও প্রমান করলেন তিনি অনেকের থেকেই আলাদা ৷
advertisement

সুস্মিতা সেনের দুই মেয়ে ৷ রেনে ও আলিশা ৷ দু’জনকেই দত্তক নিয়েছেন তিনি ৷ একাই মানুষ করছেন সন্তানদের ৷ মায়ের দায়িত্ব পালন করছেন অনেক বছর ধরে ৷ সন্তান ধারণ না করেও মা হওয়া যায় তিনি বুঝিয়েছেন সমাজকে ৷ তবে তার থেকেও যে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন তা হল মা হতে গেলে বিয়ে করা বাধ্যতামূলক নয় ৷ সমাজের ভয় তিনি কোনও  দিন পাননি ৷ তাই তো এমন নির্ভিক সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন ৷

advertisement

আরও পড়ুনদ্বিতীয়বার ডিভোর্স হয়েছে, কিন্তু কার জন্য সিঁথিতে সিঁদুর শ্রাবন্তীর ?

এখন তাঁর জীবনে নতুন অধ্যয় ৷ প্রেমে পড়েছেন সাংঘাতিকভাবে ৷ পাত্র রোহমন শল ৷ এতটা তো সবাই জানেন ৷ কিন্তু এবার সেই প্রেমিককেই তিনি নিজের সন্তানের বাবার মর্যাদা দিলেন ৷ বিয়ে প্রতিষ্ঠানের ওপর খুব বিশ্বাস নেই সুস্মিতার কিছুদিন আগেই এমন একটি পোস্ট করেছিলেন ৷ এবার তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মনে প্রাণে তিনি এমনই বিশ্বাস করেন ৷ তাই তো প্রেমিক রোহমন শল এখন থেকে তাঁর মেয়ে আলিশার বাবা ৷

advertisement

মেয়ের স্কুলের স্পোর্টেস তার বাবা হিসেবেই অংশগ্রহণ করেন সুস্মিতার প্রেমিক ৷ সুস্মিতা নিজেই ইনস্টাগ্রামে রোহমনকে আলিশার বাবা মনে লিখেছেন ৷ তিনি গর্বিত যে মেয়ের স্কুলের স্পোর্টসে বাবা রোহমনও জিতলেন একটি দৌড় প্রতিযোগিতায় ৷ প্রাক্তন বিশ্বসুন্দরীর এই পোস্টের পর থেকেই চর্চা শুরু হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়েতে মন নেই, প্রেমিকই হলেন সুস্মিতার মেয়ের বাবা !